লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
আমরা ছাত্র,
ক্ষুধার্ত্ত, জ্ঞানপিপাসু,
আমরা তরুণ,
অরুণ ভোরের শৈর্য্যে
বাঁধি রাখি সকল জীবকুলে৷
আমরা কিশোর,
নাশি অসুর সব মনের,
আমরা স্বচ্ছ সতেজ,
সম্পদ এ ধরণীর,
দিই মান সম্মান, টানি বুকে,
করে কোলাকোলি৷
আমরা বেদন ভুলার গাহি গান,
বিধাতার বরদানে নহি মোরা তুচ্ছ,
আমরা দ্রুত লয়ে, দ্রুত পদে,
চলি পথ উছলি৷
আমরা বাঁধনহীন,
মুক্ত অনন্তের দিশারি,
যাই মুছে অমানিশার তামাস কালো,
জীবনের ছত্রে ছত্রে,
পত্র পল্লবে ফেলি আলো৷
আমরা দানবের ত্রাস, মুছি হতাশ,
অরুণ রাঙা সূর্যকিরণ, হাসির ঝলক,
চকিতে চমকি করি সবে উচ্ছ্বল৷
আমরা সদাশিবেরা ডমরুতান,
বিষাণ নিনাদ
যোগাই আত্মবল,
নাশি ধরার খল,
গড়ি সোনালী পথ,
মুছি অশ্রুজল৷
অমৃত পুত্ররূপে ধরার
কোনে কোনে করি বিচরণ,
আনি টানি কাছে
সবে হয়ে আন্তরিক,
বিলাই প্রেমপ্রীতি মমত্ববোধে
উৎস পাণে চলি!
- Log in to post comments