লেখক
রবীন্দ্র নাথ সেন
প্রভু যদি তোমার
কাজে লাগালে মোরে
বাঁধো আমায় শক্ত করে
যেন মন পালাতে না পারে৷
দাও গো তুমি এমন বোঝা
যেন চলে মন কেবল সোজা,
এদিক ওদিক করলে পরে দেবে
টান আচ্ছা করে৷
প্রভু তুমি মোর কাণ্ডারী, তবে
কেন কাজ লাগে ভারি?
কাজের বোঝা চাপলে মাথায়
তোমায় ডাকতে যে ভুল করি৷
তোমার কাজে কষ্ট কেন হবে
আমি রাজার কাজে
এসেছি যে ভবে
তোমার যখন ইচ্ছে হবে,
তুমি আমায় ডেকে নেবে৷
বলো প্রভু কাজ করে যাই
তোমার সুরে সুরে
দেখি এবার কেমন করে
রাখো আমায় দূরে৷
- Log in to post comments