ক্লাসরুম

লেখক
ঋতজা চৌধুরী

ক্লাসরুমের ওই জানলা দিয়ে

ঢুকছে একটু আলো,

ক্লাসরুমের ওই টেবিল-চেয়ার

দেখতে লাগে ভালো৷

ক্লাসরুমের ওই চক-ডাস্টার

হাসছে মিটিমিটি,

কচিকাঁচাদের মাঝে শিক্ষক

করছেন তাঁর ডিউটি৷

ক্লাসরুমও যেনো তাদের তালে

মেতে উঠেছে আনন্দে,

ক্লাসরুমও যেনো গান গায়

মিষ্টি মধুর ছন্দে৷

গাছের ফাঁকে ক্লাসরুমকে

দেখতে লাগে বেশ,

কল্পনার এই ক্লাসরুম

আজ এই পাতাতেই শেষ৷৷