মানবতার প্রার্থনা

লেখক
সাক্ষীগোপাল দেব

পৃথিবীটা যদি হতো একটা দেশ

দেশে দেশে তবে যুদ্ধ হতো বন্ধ,

ধর্ম যদি একটা হতো---মানবতা

(হতো) ধর্মের নামে হানাহানির অন্ত৷

ভগবান না খোদা বড় বলে যারা

জানে নাকো তারা আসলেতে নাই ভেদ

রাম রহিমে বিভেদ করে তারা,

সমাজ মাঝে  ঘটায় বিচ্ছেদ৷

 এত সুন্দর পৃথিবীটা দেখো চেয়ে

জলে দেখ নদী, সাগর, পর্বতমালা

নীল সবুজে প্রাণের মুখরতা৷

তোমার আমার এই বিশ্বের সব

স্রষ্ঠা যিনি তিনি যে সবার পিতা,

সব ভেদাভেদ ভুলি এসো মিলি আজ

এক হয়ে  যাক বাইবেল, কোরান, গীতা৷