১২ই ফেব্রুয়ারী ‘নীলকণ্ঠ’ দিবস৷ আনন্দমার্গের ইতিহাসে এক স্মরণীয় দিন৷ আজ থেকে ৫১ বছর আগে ১৯৭৩ সালের ঘটনা৷ পটনার বাঁকিপুর সেন্ড্রাল জেলে মিথ্যা অভিযোগে বন্দী মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূত্তিজীক্ হত্যার উদ্দেশ্যে ওষুধের নামে প্রাণঘাতী মারাত্মক বিষ প্রয়োগ করা হয়৷ কিন্তু মার্গগুরুদেব সেই বিষকে আত্মস্থ করে তাঁর প্রতিক্রিয়া নষ্ট করে দেন৷
মার্গগুরুদেব এই বিষ প্রয়োগের বিচার বিভাগীয় তদন্তের দাবী করেন৷ সরকার তাঁর দাবীতে কর্ণপাত করেনি৷ এরপর ১লা এপ্রিল (১৯৭৩) তিনি এই দাবীতে অমরণ অনশন শুরু করেন৷ এই ঐতিহাসিক অনশন চলেছিল পাঁচ বছর চার মাস দুই দিন৷
সরকার বিচার বিভাগীয় তদন্ত করতে রাজী না হওয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী অমরপ্রসাদ চক্রবর্ত্তীর নেতৃত্বে এক বেসরকারী তদন্ত কমিশন গঠিত হয়৷ ওই কমিশনের তদন্তে এই বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হয়৷
পুরাণ কাহিনীতে আছে, সমুদ্র মন্থনকালে বিষ উত্থিত হলে সেই বিষে মানুষ, দেবতা, অসুর সবাই ধ্বংস হওয়ার উপক্রম৷ তখন ভগবান সদাশিব সেই মারাত্মক বিষ নিজ কণ্ঠে ধারণ করে বিষকে নিষ্ক্রিয় করে দেন৷ তার ফলে তাঁর কণ্ঠ নীল হয়ে যায় ও জগৎ সমূহ বিপদ থেকে রক্ষা পায়৷ আর সেই থেকে শিব নীলকণ্ঠ নামে জগতে পূজিত হতে থাকেন৷ সেদিনে শিব সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করে জগৎকে বিনাশের হাত থেকে উদ্ধার করেন৷
পৃথিবীতে যুগে যুগে বহু মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন৷ তাঁরা তাঁদের শুভ প্রচেষ্টার দ্বারা জগতে বহুবিধ কল্যাণ সাধন করে গেছেন৷ কিন্তু তাঁদের সেই কল্যাণ কাজ অতি সহজে সম্পন্ন করতে পারেননি৷ তাঁদিকে নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়৷ এমন কি অশুভ শক্তির হাতে তাঁদের বহু কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, অনেক সময় জীবনও দিতে হয়৷ তাই জগতের কোন শুভ কাজ বাধা ছাড়া অতি সহজে হয়নি৷ আর এ যুগে সমগ্র মানব সমাজকে রক্ষার জন্যে, জগতের কল্যাণের জন্যে মার্গগুরু যে মহান আদর্শ প্রচার করেন সেই আদর্শে ভীত সন্ত্রস্ত হয়ে পাপশক্তি আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাণপুরুষকে হত্যা করার জন্যে গভীর ষড়যন্ত্র করে কারাগারে বন্দী করে৷ আনন্দমার্গের প্রবক্তা তথা মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জগত কল্যাণের কারণে এই সমস্যা সঙ্কূল পৃথিবীতে জন্মগ্রহণ করেন৷ নানা সমস্যায় জর্জরিত মানব সমাজ তথা উদ্ভিদ, পশু–পক্ষী সকলের কল্যাণে তিনি পৃথিবীতে আসেন৷ কিন্তু তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গে আতঙ্কিত অশুভ শক্তি তাঁকে মারার জন্যে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিছাতে থাকে৷ কিন্তু কোন ভাবেই তারা সফল হতে না পেরে অবশেষে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মিথ্যা অপবাদে ১৯৭১ সালের ২৯ ডিসেম্বর বন্দী করে বাঁকীপুর সেন্ড্রাল জেলে নিক্ষেপে করে৷ সেখানে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ওপর বিষ প্রয়োগ করা হয়৷ সেই বিষ পান করে তাঁর অগণিত ভক্তের কাছে ‘নীলকণ্ঠ’ নামে অভিহিত হন পরমারাধ্য মার্গগুরু
প্রায় সাড়ে পাঁচ বছরের বেশী সময় কারাগারে অনশনে ছিলেন৷ তারপর হাইকোর্টের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে জেলের বাইরে আসেন তিনি ১৯৭ ৮ সালের ২রা আগষ্ট৷
পাপশক্তি মনে করেছিল সক্রেটিসকে বিষ প্রয়োগ, যীশুকে বিচারের প্রহসনে ক্রুশবিদ্ধ করে যেমন তাঁদের হত্যা করেছিল ঠিক তেমনি করেই শ্রীশ্রীআনন্দমূত্তিজীক্ বিষ প্রয়োগে হত্যা করে তাঁর জগৎ কল্যাণের পরিকল্পনাকে ধ্বংস করে দেবে৷ তা কিন্তু সম্ভব হয়নি৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নীলকণ্ঠ হয়ে গেলেন৷
আনন্দমার্গের মহান আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ আনন্দমার্গ বর্ত্তমান বিশ্বে এক শক্তিশালী আধ্যাত্মিক ও সেবামূলক সংঘটন হিসাবে স্বীকৃত৷ পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আদর্শ রক্ষায় যে নজির রেখে গেছেন সেটা আনন্দমার্গের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে এক পরম দিগ্দর্শন৷ তাই নীলকণ্ঠ দিবস ঘোষণা Live for idealogy, die for ideology অর্থাৎ আদর্শের জন্যে বাঁচ আর আদর্শের জন্যে মর৷ পৃথিবীর কোন শক্তি নেই আনন্দমার্গের ক্ষতি করে৷ আনন্দমার্গ চিরকালের–‘আনন্দমার্গ অমর আছে’–এই উদঘোষ চারিদিকে ধ্বনিত হোক৷
- Log in to post comments