‘নোতুন পৃথিবী’ বানান ‘নোতুন’ কেন?

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

 ‘‘সংস্কৃতে ‘নব’ শব্দের দু’টি অর্থ–একটি মানে ‘নয়’ (৯), দ্বিতীয় মানে নূতন৷ ‘নয়’ (৯) শব্দের বিশেষণে ‘নবম’ (ninth) নূতন অর্থে Comparative degree- েত নবতর, কিন্তু Superlative degree েত নবতম ও নবতন৷ যেখানে কারও সঙ্গে তুলনা না করে বলা হচ্ছে এটি সবচেয়ে নূতন, সেখানে ‘নবতন’ আর যেখানে অনেকের সঙ্গে তুলনা করে’ বলা হচ্ছে, এটি সবচেয়ে নূতন সেখানে ‘নবতম’৷ নবতম > নওতন > নওতুন > নোতুন৷ ভালভাবে মনে রাখা দরকার যে, ‘নূতন’ ও ‘নোতুন’ এক নয়৷ ‘নূতন’ একটি তৎসম শব্দ যার ইংরেজী প্রতিশব্দ new আর ‘নোতুন’ একটি তদ্ভব শব্দ যার মানে যা সবচেয়ে নূতন৷ যেমন অনেকের সঙ্গে তুলনা করে যদি বলি যে এটি সবচেয়ে পুরোনো  তার জন্যে হবে ‘পুরাতম’ আর কারও সঙ্গে তুলনা না করেই যদি নিষ্কর্ষে পৌঁছোই যে এটি সবচেয়ে পুরোনো তাহলে বলব ‘পুরাতন’৷ এই ‘পুরাতন’ থেকে বাংলায় তদ্ভবে এসেছে ‘পুরোনো’৷’’ বলা বাহুল্য, ‘নোতুন’ শব্দটি ‘সংসদে’র অভিধানেও স্বীকৃত৷