অসাধু উদ্দেশ্যে পূর্ব আনন্দনগরে পাখি শিকার
গত ১৫ই অক্টোবর, ২০২৪-এর সকালে পূর্ব আনন্দনগরের সিংঘাঘরা মৌজায়LFT ট্রেনিং সেন্টারের নিকটবর্তী এলাকায়, সম্ভবত নীচু বাগলতা গ্রামের কিছু ব্যষ্টি জাল পেতে পাখি শিকার করছে৷ উদ্দেশ্য, পাখির মাংস ভক্ষণ ও বাণিজ্যিকভাবে বিক্রয়৷ গতকালও তারা একইভাবে শিকার করেছিল৷ আমাদের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়েছিল ও অনুরোধ করা হয়েছিল শিকার বন্ধ করতে, কিন্তু তারা কোনও কর্ণপাত করেনি৷ ঘটনাটি সম্পর্কে সরকারি কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছিল৷ তারা জানিয়েছিলেন যে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে শিকার বন্ধ করার জন্য৷ তবে বাস্তবে এর কোনও ফল দেখা যাচ্ছে না, কারণ গত ১৫ই অক্টোবরের সকালে, তারা পূর্বের মতোই একই স্থানে জাল পেতে পাখি শিকার চালিয়ে যাচ্ছে৷