সংবাদ দর্পণ

মার্গীয়বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই মে হলদিয়ায় শ্রী মহাদেব মাইতির নবনির্মিত ভবনে মার্গীয় প্রথায় গৃহপ্রবেশ অনুষ্ঠান সুসম্পন্ন হল৷ সকালে তিন ঘণ্টার অখণ্ড কীর্ত্তন ও তত্ত্বসভার আয়োজন করা হয়েছিল৷ আচার্য বাসুদেবানন্দ অবধূত, ব্রহ্মদেবানন্দ অবধূত, সুবোধানন্দ অবধূত, কৃষ্ণনাথানন্দ অবধূত এবং অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা প্রমুখ দাদা-দিদিদের উপস্থিতি অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য বৃদ্ধি করেছে৷ আচার্য সুবোধানন্দ অবধূত, মানস কালসার, শ্রীমতী অলকা বর্মন প্রমুখ শিল্পী পরিবেশিত বাবানাম কেবলম নামসংকীর্ত্তন উপস্থিত পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনের মনে একটা আলাদা ভাবানুভূতি সঞ্চার করেছিল৷ প্রায় তিন শতাধিক ব্যষ্টি মিলিত আহারে অংশগ্রহণ করেন৷

১৯শেমের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার রানিহাটীতে ১৯শে মে অসমের শিলচরে বাঙলা ভাষার জন্য প্রান দিয়ে ছিলেন কমলা ভট্টাচার্য সহ যে ১১ জন তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজের কর্মী বৃন্দ এবং বক্তব্য রাখেন কৌস্তুভ সাহা ও প্রাক্তন সচিব বকুল রায় মহোদয়৷

বাৎসরিক অখণ্ড বাবা নাম কেবলম নাম-সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই মে’২৪ কাঁঠালট্যাঁড় (হাতিনাদা মৌজা) নিবাসী নেপাল মাহাতোর বাসভবনে বাৎসরিক অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্ত্তন তিন ঘণ্টা, কীর্ত্তন পরিক্রমা, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়৷

পরলোকে শ্রীহারু মাহাত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমাদের দীর্ঘদিনের আদর্শপ্রাণ প্রবীণ আনন্দমার্গী পুরুলিয়া জয়পুর থানার কামুখাপ নিবাসী শ্রীহারু মাহাত দুপুরে আহারের পর বিশ্রামের সময় অসুস্থ হয়ে পড়লে জয়পুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ ডাক্তারবাবু চেষ্টা করেও বাঁচাতে বিফল হন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর৷ তাঁর দুই ছেলে ও পুত্রবধূ-তিন কন্যা ও জামাতা ও নাতি-নাতনীদের রেখে গেছেন৷ আজ ২১শে মে’২৪ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দেউলঘাটা শ্মশানঘাটে আনন্দমার্গবিধি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে৷ আনন্দনগরের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ও পরিবার ও আত্মীয় স্বজনদের আমরাও সমব্যথী৷

শ্রাদ্ধানুষ্ঠান ঃ গত ২৭শে মে’২৪ পুরুলিয়া জেলার জয়পুর থানার কামুখাপ নিবাসী শ্রীহারু মাহাতোর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে পালন করা হয়৷ গত ২১শে মে’২৪ পার্থিব জগৎ ছেড়ে চলে যান৷ তিনি ছিলেন দীর্ঘদিনের পুরনো আদর্শপ্রাণ প্রবীণ আনন্দমার্গী৷ ছাত্র জীবন থেকেই আনন্দমার্গের সংস্পর্শে আসেন৷ তিনি শিক্ষক ছিলেন৷ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অগনিত শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন৷

আনন্দমার্গ প্রথায় গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই মে’২৪ জামরা নিবাসী ধনঞ্জয় মাহাত, পিতা শ্রী মুক্তেশ্বর মাহাতোর নবনির্মিত বাসভবনের গৃহপ্রবেশ প্রত্যুষে আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে হয়৷ এই উপলক্ষ্যে সকাল ছয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান,স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৭ই মে’২৪ কোষাঙ্গী মোড় নিবাসী পদ্মলোচন গরাঞের বাসভবনে বাৎসরিক ৬ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

বাবা নাম কেবলম কীর্ত্তন মাহাত্ম্য ও উপযোগিতার প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে মে’২৪ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০৩তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে আনন্দনগরে তিনদিনের অনুষ্ঠানে প্রথমদিন অর্থাৎ ২১শে মে’২৪ ‘হরিপরি মণ্ডল গোষ্ঠীর’ পরিচালনায় বিভিন্ন গ্রামে বাবা নাম কেবলম কীর্ত্তন সহযোগে কীর্ত্তন মাহাত্ম্য ও উপযোগিতার প্রচার পত্র বিতরণ করা হয়৷

২১ বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৩শে মে’২৪ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আনন্দনগর উমানিবাস ও কোষাঙ্গীতে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীম (মহিলা বিভাগ) ও আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের উদ্যোগে বস্ত্রবিতরণ, জলসত্রের আয়োজন করা হয় আর টাটুয়ারা, কামুখাপ ইউনিটেও জন্মোৎসব পালিত হয়৷

২০ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (৮ই মে’২৪) আনন্দনগর আনন্দমার্গ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রাবৃন্দের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম শুভ জন্ম জয়ন্তী উদযাপন করা হয় পুন্দাগ বকুল-বিতান আনন্দমার্গ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ও উমানিবাস আনন্দমার্গ গার্লস হাইস্কুলেও রবীন্দ্র জয়ন্তী উদযাপিত করা হয়৷

১৯ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মজয়ন্তী উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মজয়ন্তী উৎসব আনন্দনগর বাবা স্মৃতি শৌধে ২১শে মে’২৪ থেকে ২৩শে মে’২৪ পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় যথা কীর্ত্তন পরিক্রমা ও কীর্ত্তন মাহাত্ম্যের প্রচার, প্রভাতফেরী, অখণ্ড নাম সংকীর্তন, দুঃস্থদের বস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রাদের খাতা-পেন্সিল প্রদান, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, জলসত্র, আভা সেবাসদনে নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ও নারায়ণ সেবা ইত্যাদি৷

২২শে মে’২৪ ভোরে পাঁচটায় পাঞ্চজন্যের মধ্যদিয়ে স্মৃতি সৌধের আধ্যাত্মিক পরিবেশে ২৪ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন শুভারম্ভ হয়৷ ২৩শে মে’২৪ মিলিত পাঞ্চজন্য,প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, আশীর্বচন, আনন্দবাণী পাঠ ও ব্যাখ্যা শেষে সম্মিলিতভাবে প্রাতঃরাশ করা হয়৷ প্রাতঃরাশের পর প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়৷ দুপুরে মিলিত ঈশ্বর প্রণিধান শেষে মিলিত আহার ও নারায়ণ সেবার মাধ্যমে মূল অনুষ্ঠান সমাপ্ত হয়৷ সন্ধ্যায় আনন্দনগরের বিভিন্ন গ্রামে ধর্মচক্র ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷