লেখক
আচার্য জ্যোতিরিশানন্দ অবধূত
সকালে সকল সেবন কর জল
দেহ মন তাহাতে হইবে নির্মল
সৎকাজে সতেজ হইলে জীবন সফল
জলের ওপর নাম জীবন
জলের অভাবে জরা মরণ৷
বর্ষার জলে ধরণী উঠে ফুলে
শীতে সংকোচনে বার করে ঠেলে
ঘাম ঝরে জ্বর হলে আসলে ময়লা ফেলে
সর্দি কাশি লাগলে পরে
জল ভরে ধোয়াবেশী করে৷
হও স্বাস্থ্যবান হও শক্তিমান
খাও শুদ্ধ খাবার ভোরে জল পান
আসন প্রাণায়াম আর বিশ্রাম
চর্বি ঝরাও, পেশী বাড়াও৷
মেদ ঝরাও পেশি বাড়াও
বাড়ে দেহমনে শক্তি
যত জ্ঞান ততোধিক কর্ম
হলেই বাড়ে ভক্তি
মুক্তি মোক্ষ নয় তো শক্ত,
হলে বুদ্ধির মুক্তি
নব্যমানবতাবাদের শিক্ষা
সম সমাজে সমাজ রক্ষা৷
- Log in to post comments