প্রাউট প্রবক্তার শুভ আবির্ভাবে

লেখক
প্রভাত খাঁ

মনে রেখো সবে ধরনীর

সবকিছু স্থাবর জঙ্গম

একই সাথে একই তালে

নেচে চলে সেই অনন্তের পাণে৷

 

সবাই আপন জেনো সুদৃঢ় বিশ্বাসে

একই সূত্রে বাঁধা আত্মীয় স্বজন,

একই বোধ জাগরণে

পরমারাধ্য পি.আর সরকার

এসেছিলেন আমাদের মাঝে

মনোময় প্রাণময়, প্রিয়তম

হয়ে শতবর্ষ অধিক আগে৷

 

সেই ২১শে মে এর আনন্দপূর্ণিমা তিথিতে

শতবর্ষ অধিক পূর্ত্তি হয়ে যায়

তাঁর শুভ আবির্ভাবে৷

তাঁর প্রভাত সঙ্গীত বিশ্বময় জাগায়েছে

নব জাগরণ সুমধুর তাল ও লয়ে৷

তাঁর প্রদত্ত অধ্যাত্ম অষ্টাঙ্গিক সাধনা

মনো জগতে এনেছে মুক্তি মোক্ষের স্বাদ

যা নিয়ে আসে সাধকের আত্মিক সাধনে৷

পূর্ণতা পায় এ জীবনে একই জনমে৷

 

হিংসা, দ্বেষ, জাত,পাত, সংকীর্ণতা

সব কিছু সরে যায় মন থেকে,

বিরাটের পদতলে লীন হয় সকল চিন্তন,

ধন্য হয়, মানব জীবন তাঁরই করুণায়৷

তাঁর বিশল্যকরনী স্বরূপ প্রাউট

দর্শন নিয়ে আসে ধরনীর বুকে

এক নব্যমানবতাবাদী চেতনা

যা সকলের মেটাবে ত্রি এষনা৷

 

যার বাস্তবায়নে তাপদগ্দ

বসুন্ধরা নিষ্ঠুর শোষণমুক্ত এক

বিরাট পরিবারে পরিণত হবে

অদূর ভবিষ্যতে৷

যার নাম হবে এক শোষণহীন মানব সমাজ৷

তাই এই পুন্যতিথিতে এসো সকল ভাইবোন

এক হই ভেদাভেদ ভুলে একই পতাকাতলে

প্রার্থনা জানাই তাঁর শ্রীচরণ কমলে

লক্ষ্য ভ্রষ্ট না হই যেন আদর্শের বাস্তবায়নে৷