পরিবেশ ভাবনা

লেখক
পত্রিকা প্রিতিনিধি

পরিবেশ দূষণ এবার মাত্রা ছাড়াচ্ছে৷ দিল্লীতে দূষণের জেরে স্কুল বন্ধ রাখতে হচ্ছে৷ এই দূষণ কিন্তু একদিনে হয়নি৷ মানুষের সীমাহীন লোভ, বিজ্ঞানের লাগামছাড়া অগ্রগতি পরিবেশের কথা কখনও ভাবেনি৷ আজ অবস্থা মানুষের আয়ত্বের বাইরে চলে যাওয়ায় দূষণ নিয়ে শোরগোল শুরু হয়েছে৷ এতদিন শুধু মানুষ শুধু মানুষের কথা ভেবেছে৷ মানুষ তার নিজের প্রয়োজন পূর্ত্তি করতে প্রকৃতির ওপর হামলে পড়েছে, প্রাকৃতিক সম্পদ অবাধে লুন্ঠন করেছে, নিকট ভবিষ্যতের কথাও ভেবে দেখেনি৷ তারই বিষময় ফল আজ মানুষকে ভুগতে হচ্ছে৷

আনন্দমার্গ দর্শনের প্রবর্তক শ্রীশ্রীআনন্দমূর্ত্তি তাঁর নমঃ শিবায় শান্তায়’ গ্রন্থে লিখেছেন ---‘তমসাবৃত নিশীথে আলোর আমেজ কি কেবল মানুষই চায়?..... সবাই চায়৷’ সবাই কার এই চাওয়ার কথা ভেবে ছিলেন আজ থেকে সাত হাজার বছর আগে মানব সভ্যতার জনক সদাশিব৷ তিনিই প্রথম আধ্যাত্মিক অনুশীলন ও গারস্থ বিজ্ঞানের চর্চা মানুষের মধ্যে বিস্তার করেছিলেন৷ আজকের মানুষ সেই শিক্ষা ভুলে গেছে৷ আধ্যাত্মবিজ্ঞানকে পিছনে ফেলে জড়বিজ্ঞানের লাগামহীন অগ্রগতি মানুষের অঞ্জলি ভরে দিয়েছে ভোগ্যপণ্যের ছাড়া সবার প্রয়োজনের কথা ভাবেনি৷ মানুষেরই সীমাহীন স্বার্থ লোভ যেমন মানব সমাজে বিভেদ বিদ্বেষের সৃষ্টি করছে, তেমনি অপরদিকে পরিবেশকে বিষিয়ে তুলছে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করে৷ অপ্রয়োজনে অরণ্য ধবংস, জল, জ্বালানির অপব্যবহার পরিবেশে ভারসাম্য নষ্ট করছে, শুধু নিজের প্রয়োজনের কথা ভাবতে গিয়ে পৃথিবীকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলছে৷ কিন্তু অন্যান্য জীবের ও তরুলতার অস্তিত্ব রক্ষার প্রয়োজন আছে তা মানুষ আগে ভাবেনি৷ ভাবার প্রয়োজনও অনুভব করেনি৷ মানুস যেহেতু সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব ও একমাত্র বুদ্ধিমান প্রাণী তাই মনুষ্যতর পশু-পাখী, জীবজন্তু, তরুলতা সকলেই তাদের অস্তিত্ব রক্ষায় মানুষের ওপর নির্ভরশীল৷ মানুষ কিন্তু নিজের প্রয়োজনপূর্ত্তি করতে গিয়ে মনুষ্যতর জীবেদেরও প্রয়োজনপূর্ত্তির প্রয়োজন আছে সেটা ভেবে দেখেনি৷

এখনও সময় আছে, মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘নব্যমানবতা ভিত্তিক শিক্ষা’য় আলোকে মানুষকে নূতন করে ভাবতে হবে৷ এ ব্যাপারে শ্রীপ্রভাতরঞ্জন সরকারেই রচিত একটি প্রভাত সঙ্গীত পথ দেখিয়েছে---

‘‘মানুষ যেন মানুষের তরে সবকিছু করে যায়,

একথাও যেন মনে রাখে পশুপাখী তার পর নয়

তরুও বাঁচিতে চায়৷’’

এই নব্যমানবতাবাদী ভাবনাই পৃথিবীর পরিবেশকে মানুষের বাঁচার অনুকুল করে তুলবে৷