পরম ধন

লেখক
কৌশিক খাটুয়া

বহির্মুখী মন মুগ্দ রয়েছে

 বাহিরের চাকচিক্যে,

হৃদ-সাগরে ভাবিনি কখনো

 ভরিয়া মনি-মানিক্যে!

সবার মাঝারে তিনি বিধৃত

 শাশ্বত চির সত্য,

তাঁর সৃষ্টিকে উপেক্ষা করে

 জড়তায় ছিনু মত্ত৷

পার্থিব যা কিছু এ জগত ভরে

 সকলই সীমিত সত্ত্বা,

হৃদয় আলো করে

করুণা ধারায়

 জাগিয়া পরমসত্ত্বা!

তাঁরে চিনিতে পারিনি

 নিকটে ভাবিনি

জানিনা কোথায় আবাস,

অহেতুকি কৃপায় নয় অলকায়

 হৃদয়ে স্থায়ী নিবাস!

অন্তর-ধন পেতে চায় মন

 তাই আত্মসমর্পণ,

পরম পিতা চির সাথী মোর

 কাটাই ক্ষুদ্র এ জীবন৷