রয়েছো মোরে ঘিরে

লেখক
শ্রীপথিক

ধর্ম ভুলে কর্ম নিয়ে মত্ত ছিলুম বলে,

আজকে প্রভু, কর্ম হয়েই এলে৷

গানের সুরে বিভোর হতুম তাই

গানের তোড়া আজ উপহার পাই৷

নাচের তালে দুলতো কোমল মন

তোমার নামে সকাল সাঁঝে তাই বুঝি নাচাও

ফুলের শোভা প্রাণটি ভরে ভালবাসতুম বলে

নিজের হাতে ফুলের বাগান আজকে রচে যাও৷

কানন ছেড়ে ঘরের কোণে

               লুকিয়ে ছিলুম বলে

চার দেওয়ালে যেদিকে তাকাই

               তোমার দেখা মেলে

লেখার মাঝে ডুবেছিলুম

               তাই লেখনীর পাশে

আজকে দেখি

               তোমারই ছায়া ভাসে৷

আমার তুমি ভালোবাসো

               প্রাণের অধিক করে

তাই তো দেখি সব দিকেতেই

               রয়েছো মোরে ঘিরে৷