স্মরণিকা

* মনই মনুষ্যগণের বন্ধন ও মুক্তির কারণ, মন যখন বিষয়ে আসক্ত হয়, তখন বন্ধের ও যখন বিষয় পরিত্যাগ করে, তখন মুক্তির কারণ হইয়া থাকে৷

* মনুষ্যদেহের উপভোগের জন্যই সমস্ত কর্ম্ম করিয়া থাকে, সেই দেহ যখন আত্মা হইতে ভিন্ন, তখন তাহাতে জীবের আত্মবুদ্ধি কেবল সংসারে আবদ্ধ হইবার জন্য৷

* যেমন মৃত্তিকা ও জললেপন দ্বার মৃন্ময় গৃহকে রক্ষা করিতে হয়, তদ্রূপ এই পার্থিবদেহ অন্ন ও জলের দ্বারা রক্ষিত হইয়া থাকে৷

* যে জ্ঞানে সমস্ত ভেদ বিলয় প্রাপ্ত হয়, যাহা সত্তামাত্রা ও বাক্যের অগোচর ও যাহাকে কেবল আত্মাই জানিতে পারে, সেই জ্ঞানের নামই ব্রহ্ম জ্ঞান৷     --- পুরাণ