লেখক
শ্রীমন
জীবনে মরণে তোমাকেই আমি জানি,
জানি প্রভু মনোপটে তব ছবি মানি৷
আলো আঁধারের খেলায় তব লীলায়,
মন মেতেছে, ভুবন মেতেছে বিশ্বদোলায়৷
চির অন্ধকার থাকবে না আর
আলো আনিলে প্রভু,
অসাধ্য সাধন, ভালবাসার বন্ধ দ্বার
খুলে দিলে তবু,
ডাক দিয়েছ সব মানবে
তব করুণার অনুরাগে,
জীবে প্রেম জাগিয়েছ ভবে
তব কুসুম পরাগে৷
তুমি হাসিয়েছ কাঁদিয়েছ
তুমি মাতিয়েছ নৃত্যে
তোমার তরেই যাওয়া আসা
তোমায় চাওয়া চিত্তে৷
- Log in to post comments