তোমার বীণার সুরে সুরে

লেখক
কৃষ্ণলাল দাস

তোমার বীণার সুরে সুরে

               বিশ্বভুবন গেছে ছেয়ে

পরশ তাহার পেলাম খঁুজে

               তোমারই গান গেয়ে গেয়ে৷

সেই সুরের মধুর তানে

               লাগল দোলা আমার প্রাণে

মাতাল হল মন যে আমার

               সেই সুরের পরশ পেয়ে৷

তোমায় আমি খুঁজে ফিরি

               আমার সুরে সুরে

কোথায় তোমার নিবাস ওগো

               কোন্ সে সুদূরে

তোমার সুরে হলে হারা

তবেই তোমার পাই গো সাড়া

               তোমার বীণার আনন্দধারা

               এবার গেল ছেয়ে৷