তোমার প্রতীক্ষা

লেখক
কেয়া সরকার

সূর্য থেকে যে আলো আসে পৃথিবীতে---

তার প্রতিটি কিরণে আছো তুমি,

চাঁদ যে জ্যোৎস্না ঢালে আমার ধরণীতে---

তার প্রতিটি পরতে আছো তুমি,

 

তোমার ভাবনায় দিন হয় রাত,

কালচক্র বয়ে চলে---

আঁধার রাত্রি আবার প্রভাত হবে,

বলে সে বলে চলে---

 

মনে মনে খুঁজেছি তাকে,

মনের মাঝে পেয়েছি,

মনের বাগানের ফুল দিয়ে

তাঁর তরে মালা আমি গেঁথেছি৷

 

পূজার বেলা সাঙ্গ হলে,

মন আমার একলা রবে

হৃদয়েরই সাধন আমার---

আবার দেখা হবেই হবে৷