রিলিজিয়নের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক বিভাজন নীতির প্রতিবাদে আজ সারা দেশ আন্দোলনে উত্তাল৷ দিল্লীর জে.এন.ইয়ূ বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতার যাদবপুর, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রারাও দলে দলে আন্দোলনের পথে নেমেছে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু ছাত্র-ছাত্রা আহত হয়েছে৷
এ তো একটা দিক৷ অপরদিকে গঙ্গাসাগর মেলায় আর এক চিত্র আমরা দেখলাম৷ ‘সব তীর্থ বারবার, সাগরতীর্থ একবার৷’ এই অন্ধবিশ্বাসের টানে সুদূর রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িষ্যা প্রভৃতি ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গেরও লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভীড়৷ এই ভীড়ে বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা, শিশুরাও সামিল৷ হাজার হাজার গরীব মানুষ জমিজমা বিক্রি করেও এই মেলায় এসেছিলেন শুধু একটি বিশ্বাসকে সম্বল করে---সারা জীবনে যত পাপ জমেছে মকরসংক্রান্তির সাগর স্নানে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে৷ দলে দলে মানুষ গোরুর লেজ ধরে পুরোহিতকে অনুসরণ করে মন্ত্রপাঠ করেছেন---এই অন্ধবিশ্বাসে যে এতে নাকি পুর্বপুরুষ সহ তারাও এইভাবে ভব বৈতরণী পার করে স্বর্গলাভ করবে! ধর্মের নামে এই ধরণের অজস্র অন্ধবিশ্বাস ও কুসংস্কার সমাজে প্রচলিত৷ জাত-পাত-সম্প্রদায় ভেদ এ সবই ধর্মের নামে সমাজে জাঁকিয়ে বসেছে৷
শিক্ষিত-অশিক্ষিত প্রায় সমস্ত মানুষই এইসব বিশ্বাসকে ধর্মের সঙ্গে অবিচ্ছেদ্য মনে করেন৷ ধর্মের নামে এই সমস্ত কর্মকাণ্ডকে রিলিজিয়ন(Religion) আখ্যা দেওয়া হয়৷
বিজেপি বা আর এস এস-এর হিন্দুত্ববাদও এই ধরণের উগ্র রিলিজয়নেরই প্রকাশ৷
আমাদের সুস্পষ্ট অভিমত প্রকৃত ধর্মের সঙ্গে এই সমস্ত কিছুর কোন সম্পর্ক নেই৷ ধর্ম ও রিলিজিয়ন এক নয়৷ এই মহান সত্যটা বোঝা আজ একান্ত প্রয়োজন৷ রিলিজিয়নকে বাঙলায় ধর্মমত বলা হলেও হতে পারে কিন্তু ধর্ম বলা যাবে না৷
কারণ এই রিলিজিয়ন বা ধর্মমতের নামে চলছে প্রচলিত নানান ডগমা ও অন্ধবিশ্বাস৷ এই রিলিজিয়নের ভণ্ড চিন্তাভাবনা যুক্তির পথ অনুসরণ করে না৷ এগুলি মানব সমাজকে খণ্ড খণ্ড করে দেখতে চায়৷ কিন্তু প্রকৃত ধর্ম বিশ্বৈকতাবাদের বার্তা বহন করে, বিশ্বের সমস্ত মানুষকে একই পরমপিতার সন্তান হিসেবে দেখতে শেখায়৷
প্রাউট দর্শনের প্রবক্তা মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার (যিনি ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রূপে সমধিক পরিচিত) সুস্পষ্টভাবে বলেছেন---ধর্ম ও রিলিজিয়ন সমার্থক নয়৷ রিলিজিয়নের আরবিক প্রতিশব্দ মজহব৷ কিন্তু ধর্মের প্রতিশব্দ ইমান৷ ধর্ম মানুষকে যুগে যুগে ঐক্যসূত্রে আবদ্ধ করার বাণী প্রচার করেছে৷ ধর্মমত (রিলিজিয়ন) যেখানে সংখ্যায় অনেক, ধর্ম সেখানে মাত্র একটি---মানুষের অসীমকে পাওয়ার এষণা৷ ধর্ম বৈবহারিক জ্ঞান ও যুক্তিসিদ্ধ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত৷ এতে রয়েছে পারমার্থিক সত্যোপলব্ধির যুক্তিসঙ্গত প্রচেষ্টা৷ তথাকথিত ধর্মমত বা রিলিজিয়নগত সঙ্কীর্ণতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস তথা ডগমা বর্তমানে রাজনীতির ক্ষেত্রে ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান সমস্যার জন্ম দিচ্ছে৷ এই ধরণের সংকীর্ণ ধর্মবিশ্বাস মানুষে মানুষে, গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘর্ষ বাধাচ্ছে৷ এই সবকে কেন্দ্র করে দেশে বিদেশে বহু রক্তপাতও ঘটেছে, এতে কোন সন্দেহ নেই৷
আজকের তথাকথিত শিক্ষিত মানুষেরাও এই কারণে ধর্মকে এড়িয়ে চলতে চান৷ মানুষের জীবনে ধর্মের প্রয়োজনীয়তাও তারা স্বীকার করেন না৷ কিন্তু তাঁরা ভুলে যান, রিলিজিয়ন বা ধর্মমতগুলি মানুষকে চিন্তা ও অন্ধবিশ্বাসের ফাঁদে জড়ালেও প্রকৃত ধর্ম মানুষের জীবনের ভিত্তি৷ ধর্ম ছাড়া মানুষের মনুষ্যত্বের বিকাশ হবে না৷ ধর্মমত বা রিলিজিয়ন অনেক হলেও ধর্ম অনেক নয়---তা পূর্বেও বলা হয়েছে৷ ধর্ম হ’ল অধ্যাত্মবিজ্ঞান যার অনুশীলনের মাধ্যমে মনের বিস্তার ঘটে৷ মনের বিকাশ ঘটে৷ মনের সুউচ্চ অবস্থায় পৌঁছানো যায়৷
আধ্যাত্মিক চেতনার ক্রমবিকাশ মানুষের মনে সেবা ও ত্যাগের ভাবনা বাড়িয়ে তোলে৷ আর তার সঙ্গে সঙ্গে মানুষকে নৈতিকতার সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে৷
বর্তমানে সর্বস্তরে ব্যাপক দুর্নীতি তথা নীতিহীনতার কারণেই আজকে কি রাজনীতি, কি অর্থনীতি, কি সংস্কৃতি, সর্বক্ষেত্রেই ভয়াবহ অবক্ষয় ও বিপর্যয় দেখা দিয়েছে৷ তাই আজ যদি সমগ্র সমাজকে কলুষমুক্ত করে সমাজের প্রকৃত উন্নয়ন আনতে হয় তাহলে ন্যায়নীতি ও ধর্মের ভিত্তিতেই মানুষের বৈয়ষ্টিক তথা সমষ্টি জীবনে এক নবজাগরণ আনতে হবে৷
আর এও স্পষ্ট করে বুঝে নিতে হবে, এই ধর্ম সমস্ত মানুষের এক---এখানে কোনও অন্ধবিশ্বাস, কুসংস্কার ও সঙ্কীর্ণতার স্থান নেই৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ, শ্রীরবিন্দ, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীগণ এই মানব ধর্মের কথাই বলেছেন৷ যোগসাধনায় মানুষের দেহ, মন ও আত্মার উন্নতিসাধনের কথা বলা হয়৷ এই ন্যায়নীতিও বিজ্ঞানভিত্তিক ধর্মসাধনা, মানুষের মনুষ্যত্বের সুদৃঢ় ভিত্তি৷ এই দৃঢ়ভিত্তির ওপরেই সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে৷ সংকীর্ণ রিলিজিয়ন বা গোঁড়া ধর্মমতও নয়, আর ধর্মহীনতাও নয়---প্রকৃত ধর্মকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে সর্বপ্রকার ভেদরহিত আদর্শ সমাজ গড়ে তুলতে হবে ও বিশ্বভ্রাতৃত্বের প্রতিষ্ঠা করতে হবে৷
- Log in to post comments