লেখক
কৌশিক খাটুয়া
তুমি প্রকৃতি, তুমি জননী,
তুমি কন্যা, তুমি ভগিনী,
মোর অথৈ জলের তরনী,
তুমি দেখায়েছো মোরে অবনী৷
জীবনে প্রথম শিক্ষাদাত্রী
স্নেহ ঢালিছো দিবস রাত্রি৷
জগতে যত বড় সাফল্য
নারীর ভূমিকা সেথা অতুল্য৷
কখনো সামনে অথবা আড়ালে,
প্রেরনা যোগাও কর্মের তালে৷
আগামী দিনে গড়িতে সমাজ
চাই সমানাধিকারের মূল্য বোধ,
অগ্রগতির ইন্ধন ইহা,
ধবংস হইবে করিলে রোধ৷
- Log in to post comments