August 2017

গোর্খাল্যাণ্ডের নামে বাঙলা ভাঙার চক্রান্তের প্রতিবাদে কলকাতায় আমরা বাঙালীর বিক্ষোভ মিছিল

গত ২৬ই জুলাই দার্জিলিংয়ে বাঙলাভাগের চক্রান্তে গোর্র্খল্যান্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালীর পক্ষ থেকে কলকাতার যাদবপুর থেকে দেশপ্রিয়পার্ক পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়৷  মিছিলে শ্লোগান ওঠে ‘প্রাণ দেব কিন্তু বাঙলা ভাঙতে দেব না’৷ মিছিলের দরুণ দক্ষিণ কলকাতায় যান চলাচল ব্যাহত হয়৷

শহীদ ক্ষুদিরাম বসু ও ভারতবর্ষের স্বাধীনতা

গৌতমচন্দ্র চন্দ্র

শহীদ ক্ষুদিরাম বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কিংবদন্তী যুবক প্রতিভা৷ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান সমকালে জনমানসে প্রবল আলোড়ন তুলেছিল৷ দেশ প্রেম আর বাঙালী চারণ কবিরা তাঁর স্মৃতির উদ্দেশ্যে গান গেয়ে দেশ প্রেমের বার্তা গ্রামে ও গ্রামান্তরে ছড়িয়ে দিতেন৷ ফাঁসির পরবর্তী কালে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট ভাবাবেগ ও উদ্দীপনার সৃষ্টি করেছিল যা এককথায় অকল্পনীয় ছিল৷

শ্রাবণী পূর্ণিমা ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী

আচার্য সত্যশিবানন্দ অবধূত

আনন্দমার্গের ইতিহাসে শ্রাবণী পূর্ণিমা বিশেষ তাৎপর্য–বহন করে চলেছে৷ মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বলেছিলেন, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই সদাশিব তাঁর ধর্মোপদেশ দান শুরু করেছিলেন৷ এই কারণেই শিবভক্তদের মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়৷ মার্গগুরুদেব তাঁর আদর্শ তথা দর্শনের ‘আনন্দমার্গ’ নামকরণও এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে করেছিলেন৷

এছাড়া, এই শ্রাবণী পূর্ণিমা তিথির সঙ্গে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জড়িয়ে রয়েছে৷

পশ্চিমবঙ্গ ও অসমে বন্যাত্রাণে আনন্দমার্গ

পশ্চিমবঙ্গ ও অসমের বন্যাপ্লাবিত এলাকায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সলের রিলিফ টিমের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ব্যাপকভাবে ত্রাণকার্য চলছে৷ পশ্চিম মেদিনীপুরের বন্যাপ্লাবিত ঘাটাল  ও দাসপুর ২নং ব্লকের গাবতলা,বেনাই, ভগবতী তলা,বাঁকি বাজার,কালিতলা,শিবতলা,গোপীগঞ্জ, হরিসিংপুর প্রভৃতি এলাকায় চিড়া, গুড়, দেশলাই, মোমবাতি, জলের প্যাকেট ও অন্যান্য অবশ্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হচ্ছে৷ এপর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ এই ত্রাণকার্যে উপকৃত হয়েছেন৷ এই অঞ্চলে ত্রাণকার্য পরিচালনা করছেন আচার্য চিরাগতানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত , আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত, আচার্য  সর্বজয়ানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ

হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ওপর আলোচনাসভা

গত ৩১শে জুলাই হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে যোগবিজ্ঞান ও নব্যমানবতাবাদের ওপর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদানের ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন আচার্য দিব্য চেতনানন্দ অবধূত, অধ্যাপক এল কে গৌড় (সংস্কৃত বিভাগের প্রধান), অধ্যাপক আর.কে দেশওয়াল (দর্শন বিভাগের প্রধান), অধ্যাপিকা কৃষ্ণা দেবী (সংস্কৃত বিভাগ), প্রমুখ৷ বহু অধ্যাপক,  ও ছাত্র-ছাত্রা এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন৷

আলোচনাসভায় বিভিন্ন বক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর দর্শন, যোগবিজ্ঞানে তাঁর অবদান ও তাঁর নব্যমানবতাবাদ তত্ত্বের ভূয়সী প্রশংসা করেন৷

বর্ধমানে আনন্দমার্গের নোতুন স্কুল ভবন নির্র্মণ

 গত ২৪শে জুলাই বর্ধমান জেলার নওপাড়ায় আনন্দমার্গ সুকলের নোতুন ভবনের উদ্বোধন  করা হয়েছে৷ যদিও ২ বছর আগে স্কুলটি খোলা হয়েছে ও এতদিন স্কুলটি ভাড়া বাড়ীতে চলছিল ৷ এরপর স্কুল  কমিটির সেক্রেটারী প্রকাশ সাহা ও অন্যান্যদের সহযোগিতায়, সুকলের প্রিন্সিপ্যাল  অবধূতিকা  আনন্দপ্রীতিসুধা আচার্যার  আপ্রাণ প্রচেষ্টায় স্কুল ভবনটির নির্র্মণ সম্ভব হয়৷ এদিকে সুকলের উদ্বোধন করেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷ অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

খেড়ুয়ায় অখন্ড কীর্ত্তন

গত ২৩ শে জুলাই বীরভূম জেলার খেড়ুয়া (সাঁইহিয়া) আনন্দমার্গ স্কুলে সকাল ৯টা থেকে ১২টা অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এই অখন্ড কীর্ত্তনে শিউরী, সাঁইহিয়া, খেড়ুয়া, মোল্লারপুর ও রামপুরহাট থেকে মার্গীভাইরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তন শেষে আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্র্য, অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা প্রমুখ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন মানবেন্দ্র ঘোষাল, মলিন গড়াই, শ্রাবণী দত্ত, প্রমুখ৷

আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

গত ২৯শে জুলাই আমতায় পরলোকগতা বিশিষ্ট আনন্দমার্গী শান্তি সাহার শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে  এক ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়৷ এই শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ বলা বাহুল্য, প্রয়াতা শান্তি সাহার এক  ছেলে আনন্দ মার্গের সন্ন্যাসী যিনি বিদেশে আনন্দমার্গের প্রচার রত আছেন৷

শ্রাদ্ধানুষ্ঠানের পর প্রয়াতার স্মৃতিচারণ করে’ রতন বিশ্বাস, সুব্রত সাহা, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা সুনীল চক্রবর্তী প্রমুখ সকলেই  শান্তি দিদির সাধনা ও সেবাকাজের প্রতি গভীর নিষ্ঠা ও ভক্তির ভূয়সী প্রশংসা করেন৷

পুঁজিবাদের আগ্রাসন থেকে মুক্তি পেতে হবে

সত্যাসন্ধ দেব

আজ থেকে দশ লক্ষ বছর পূর্বে মানুষের আবির্ভাব৷ মানুষ যখন আসে অন্যান্য প্রাণীদের মত মানুষেরও প্রধান কাজ ছিল আহারান্বেষণে ঘুরে বেড়ানো৷ আর সেদিন অন্যান্য প্রাণীদের তুলনায় সে ছিল অসহায়৷ তার চারদিকে ঘুরে বেড়াতো নানান হিংস্র ও ভয়ঙ্কর পশুর দল৷ তাদের কাছ থেকে আত্মরক্ষা করাটাই তখন তাদের কাছে প্রধান সমস্যা ছিল৷ আর সেই আদিম মানুষ তখন ভয় করত অন্যান্য মানুষদেরও৷ কখন তার আহূত খাদ্য অন্যেরা ছিনিয়ে নেয়৷ সব নিয়ে লড়াইটাই ছিল তার কাছে একমাত্র বাঁচার উপায়৷ আর তার জন্যে দরকার ছিল দৈহিক শক্তি৷ এইভাবে লড়াই করতে করতে যাদের দৈহিক শক্তি ছিল বেশী, সাহসী, লড়াইয়ে পটু মানুষের মধ্যে প্রাধান্য বাড়াল তাদের৷ আর তার ওপর মানুষ

গোর্খাল্যান্ডের প্রতিবাদে মুর্শিদাবাদে আমরা বাঙলীর  মিছিল ও পথসভা

গত ২রা আগষ্ট মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকে আমরা বাঙালীর পক্ষ থেকে গোর্খাল্যান্ডের নামে বাঙলা ভাঙ্গার চক্রান্তের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়৷ এই পথসভায় বক্তব্য রাখেন বিভূতি দত্ত, জেলা সচিব স্বপন মন্ডল, নিতাই মন্ডল, সাবের আলি প্রমুখ, তাঁরা বলেন---