December 2017

রূপনারায়ণপুরের আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনাসভা

 গত ১২ই নভেম্বর আসানসোল জেলার রূপনারায়ণ পুরের ‘নান্দনিক’ হলে আনন্দমার্গ দর্শনের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনাসভায় আনন্দমার্গের  ওপর বক্তব্য রাখেন আচার্য-মোহনানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ স্বাগত ভাষণ দেন এখানকার বিশিষ্ট আনন্দমার্গী দেশবন্ধু মাইতি৷

আচার্য মোহনানন্দ অবধূত বলেন, আনন্দমার্গ এক সর্র্বনুসূ্যত দর্শন৷ সমাজের সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান এতে রয়েছে৷

 উদয়নারায়ণপুরে অখন্ড কীর্ত্তন ও তত্ত্বসভা

 হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত  হরালিগ্রামে ৩ঘন্টাব্যাপী অখন্ড-কীর্ত্তনের আয়োজন  করা হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা কীর্ত্তিলেখা আচার্যা৷ অখন্ড কীর্ত্তনের পর তত্ত্বসভার  আয়োজন করা হয়৷

তত্ত্বসভায় বক্তব্য  রাখেন  আচার্য বাসুদেবানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা, আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমুখ৷

তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, এক নিরাকার পরম ব্রহ্ম মানুষের  জীবনের একমাত্র পরম আরাধ্য৷ 

নিউ ব্যারাকপুরে অখন্ড কীর্ত্তন

গত ২৬ শে নভেম্বর নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন পরিচালনা করেন হরলাল হাজারী, শুভদীপ হাজারী, মিন্টু বিশ্বাস প্রমুখ৷ কীর্ত্তন ও  মিলিত সাধনার পর ‘ভক্তিতত্ত্ব ও কীর্ত্তন মাহাত্ম্যে’র ওপর বক্তব্য রাখেন আচার্য্য প্রমথেশানন্দ অবধূত, অক্ষয়ানন্দ অবধূত ও শ্রী সন্তোষ বিশ্বাস (ভুক্তিপ্রধান)৷

 

রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান

গত ১২ই নভেম্বর ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জঙ্গল মহলের রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে সুসম্পন্ন হ’ল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সেবাধর্ম- মিশনের  মহাসচিব আচার্য শুচিদানন্দ অবধূত ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বহির্ভারতে ধর্মপ্রচারে  নিযুক্ত প্রধান সন্ন্যাসী আচার্য ধ্যানেশানন্দ অবধূত৷ আমেরিকাবাসী সুচিকিৎসক ব্রাদার লক্ষ্মণ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রী ক্ষুদিরাম মুর্মু মহাশয়৷

কুলবণি আনন্দমার্গ স্কুলে বার্ষিক অনুষ্ঠান

গত ১৪ ই নভেম্বর কুলবণি আনন্দমার্গ স্কুলের বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব আচার্যকাশীশ্বরানন্দ অবধূত প্রধান অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দমার্গ মহিলা বিভাগের প্রধান সচিব অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভুক্তিপ্রধান শ্রীভবানীশংকর ঘোষ মহাশয়৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা নৃত্য, গীত আবৃত্তি ও ছড়া পরিবেশন করেন৷ বিদ্যালয়ের ছেলেমেয়েরা ‘সবুজ দ্বীপের বাঁশী, নৃত্যনাট্য, পরিবেশন করে দর্শকদের বিশেষভাবে মুগ্দ করে৷ বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা আনন্দমার্গের নব্যমানব

আমড়ায় প্রভাত সঙ্গীতানুষ্ঠান

আমড়া (বীরভূম) ঃ গত ৫ই নভেম্বর বীরভূম জেলায় ময়ূরেশ্বর ব্লকের আমড়া গ্রামে প্রভাত সঙ্গীত অবলম্বনে  এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যনাট্য ‘প্রণাম তোমার সদাশিব’ পরিবেশন করেন৷  শিল্পীদের মধ্যে অধিকাংশই ছিলেন বোলপুরের ‘রাওয়া’ শিল্পী-গোষ্ঠীর ৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কেশব সিন্হা (বীরভূম জেলার আনন্দমার্গের ভুক্তিপ্রধান)৷

অনুষ্ঠানে আচার্য প্রসূনানন্দ অবধূত প্রভাত সঙ্গীতের বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানের সভাপতি ছিলেন শ্রীমানবেন্দ্র ঘোষাল৷

 

 

অখণ্ড কীর্ত্তনানুষ্ঠান

বনগাঁ ঃ গত ২৬শে নবেম্বর বনগাঁ খারামারীতে গৌরী শংকর বিশ্বাসের গৃহপ্রাঙ্গনে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন কুমুদ দাস, হরলাল হাজারী, অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা প্রমুখ৷ কীর্ত্তনের পর আচার্য সর্বানন্দ অবধূত  ও শ্রী সন্তোষ বিশ্বাস সাধনা ও ভক্তিতত্ত্বের  ওপর বক্তব্য রাখেন৷

মেডিকেল ক্যাম্প

 গত ১৪ই অক্টোবর আমতা ২নং ব্লকের নারিটের সন্নিকটে চক্ শ্রীরামপুর গ্রামে ভুক্তিপ্রধান সুব্রত সাহার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ ডাক্তার চাঁদমোহন পাল  প্রায় শতাধিক রোগীকে পরীক্ষা করে ঔষধ দেন৷  উক্ত ক্যাম্পে সহযোগী ছিলেন  মহাব্রত দেব, বিজলী মন্ডল, আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা৷

আমতাস্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব

আগামী ১২ই জানুয়ারী  হইতে থেকে১৪ই জানুয়ারী ২০১৮ ‘‘আমতা আনন্দমার্গ স্কুলের ৫০ বর্ষ পূর্তি (সুবর্ণ জয়ন্তী)  উৎসব পালিত হবে৷ এতদ উপলক্ষ্যে  উক্ত অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন৷

বস্ত্রবিতরণ

 গত ২১ অক্টোবর রাণীহাটি চিল্ড্রেন হোমে দুপুর একটা থেকে মার্গগুরুদেবের  মহাপ্রয়াণ উপলক্ষ্যে অখন্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মহাব্রত দেবের উদ্যোগে (১) রাণীহাটি হোমে (২) গঙ্গাধরপুর ও জেরিপুর ব্লকের আনন্দমার্গের ইউনিটে ও  (৩) গড়বালিয়া আনন্দমার্গ ইউনিটে বস্ত্রবিতরণ করা  হয়৷