December 2017

গুজরাত  নির্বাচনে বিজেপির আসন কমলেও জিতল

গুজরাতে বিজেপি’র  ক্ষমতায় আসা নিয়ে সংশয় তৈরী হয়েছিল৷ নির্বাচনের  গণনার পর দেখা গেল, বিজেপি’র আসন সংখ্যা ১৬ টা কমেছে বটে, তবে ৯৯ টি আসন পেয়ে  ক্ষমতা ধরে রাখতে পেরেছে৷ আর গতবারে কংগ্রেস যেখানে পেয়েছিল ৬২ টি আসন, এবার ১৯ টি আসন বাড়িয়ে পেয়েছে ৮০টি৷

হিমাচলে বিজেপি ক্ষমতায়

হিমাচলে ৬৮টি আসনের মধ্যে ৪৪টিতে জিতে --- এখানেও বিজেপি ক্ষমতায় এল৷ গতবারে এরাজ্যে কংগ্রেস ক্ষমতায়  ছিল৷ কিন্তু তারা এবার  ক্ষমতা ধরে রাখতে পারল না৷ এবারে বিজেপি পেল ৪৪টি আসন ৷ বেড়েছে ১৫টি৷ আর কংগ্রেস পেয়েছে ২১ টি আসন৷ অর্থাৎ কমেছে ১৫ টি আসন৷

আধার না থাকার জন্যে ৫৩ হাজার প্রতিবন্ধীও বয়স্ক মানুষের পেনসন বন্ধ

দেরাদুন ঃ উত্তরখণ্ডে আধার কার্ড না থাকায় ৫৩ হাজার  প্রতিবন্ধী, বয়স্ক পুরুষ ও বয়স্কা মহিলা পেনসন থেকে বঞ্চিত হয়েছেন৷

গত বছর কেন্দ্রীয় সরকার এক সারকুলারে আধারকার্ডের সঙ্গে ব্যাঙ্কের এ্যাকাউন্টের  সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে ঘোষণা করেন৷ কিন্তু বহু প্রতিবন্ধী, বয়স্ক পুরুষ ও বয়স্কা মহিলার আধারকার্ড করা সম্ভব হয়নি৷  শারীরিক অসুস্থতার জন্যে অঙ্গুলের প্রিন্ট ও চোখের  আইরিশ স্ক্যান করা সম্ভব হয়নি৷ সেই কারণে আধার কার্ড করানো যায়নি৷ আর আধার কার্ড না থাকায় আইনের  বাধ্যবাধকতায় তাদের পেনসনও বন্ধ হয়ে গেছে৷

 

আনন্দনগরে ১, ২, ৩ জানুয়ারী---২০১৮ তে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন

আন্তর্জাতিক নববর্ষকে (২০১৮) স্বাগত জানাতে আনন্দনগরে ১,২,৩ জানুয়ারী আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই সংবাদ জানিয়ে আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত বলেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে,  সঙ্গে সঙ্গে বহির্ভারতের বিভিন্ন দেশ থেকেও দলে দলে আনন্দমার্গীরা এই ধর্মমহাসম্মেলনে যোগদান করবেন৷ ৩১শে জানুয়ারী বিকেল থেকে ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন শুরু হয়ে যাবে৷ চলবে ৩রা জানুয়ারী ২০১৮ বিকেল পর্যন্ত৷ আনন্দমার্গের শ্রদ্ধেয় পুরোধা প্রমুখ আচার্য কিংশুক রঞ্জন সরকার মার্গগুরু-প্রতিনিধি রূপে এই ধ

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের উদ্যোগে সিউড়িতে প্রাউট প্রশিক্ষণ শিবির

আজ সারা বিশ্ব জুড়ে ব্যাপক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক---সর্বক্ষেত্রে অবক্ষয় ক্রমশই বেড়ে চলেছে৷ পুঁজিবাদী আগ্রাসনই এর মূল কারণ৷ এই আগ্রাসনে মানুষের জীবনে নাভিঃশ্বাস উঠেছে৷ গণতন্ত্রের নামে ধাপ্পাবাজী, সন্ত্রাস, ও শোষণের জন্যে বিশ্বমানবতার প্রাণবায়ু নিঃশেষ হতে চলেছে৷ সর্বকুসংস্কারমুক্ত সর্বজনীন আধ্যাত্মিকতা---যা জীবনের অঙ্গ ও যার মাধ্যমে সমাজে সৎ মানুষ তৈরী হয়, সেই আধ্যাত্মিকতা আজ সমাজে সবচেয়ে বেশী অবহেলিত৷ তাই সমাজের সর্বত্র চলছে দুর্নীতির রাজ্যপাট৷ সমাজের অধিকাংশ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনও সুষ্ঠু ব্যবস্থাই নেই৷ এই সমস্ত সমস্যা থেকে আজ সমাজকে বাঁচাতে প

গণতন্ত্রের কাঁধে চেপে পরিবারতন্ত্র

গুজরাত নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই গণতন্ত্রের কাঁধে ভর দিয়ে পরিবারতন্ত্রের জয়যাত্রার প্রকীক হিসেবে রাহুল গান্ধী গত ১৬ই ডিসেম্বর মা সোনিয়া গান্ধীর হাত থেকে কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করলেন৷ সোনিয়া গান্ধী একটানা ১৯ বছর এই দায়িত্বে ছিলেন৷ বলা বাহুল্য নেহেরুর পর কংগ্রেসের হাল প্রায় সবসময়টার জন্যেই নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী ও তারপর তাঁর দৌহিত্র রাহুল গান্ধীর মুষ্টিতেই আবদ্ধ থাকল৷

 

অনেক  চাষীই খয়রাতি থেকে বঞ্চিত

মেমারী ঃ অতি বৃষ্টির কারণে ও রাজ্যের প্রায় সমস্ত জেলায় কম-বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অক্টোবর ও নবেম্বর মাসের প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ফুল আসা ও সদ্য ফুলানো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে৷ যে সমস্ত এলাকায় ধানের জমি প্রায় একমাস ধরে জলের তলায় চলে যায় সেখানে অধিকাংশ ধান পচে যায়৷ তবে বেশ কিছু এলাকায় ধান ডুবে না থাকলেও ক্ষতি কোন অংশে কম হয় নি৷ ঝড়ের ফলে ধানের শিস ফেটে যায়৷ ধান পড়ে যায় ফলে ধানের ফলন একেবারেই কমে যায়৷ এলাকা পরিদর্শনে এসে কৃষি আধিকারিক ও জনপ্রতিনিধিরা শুধুমাত্র যে সমস্ত এলাকা জলের তলায় চলে গিয়েছিল সেগুলিই দেখা হবে বলে ঘোষণা করেন৷ এছাড়া গোটা মাঠ যদি ক্ষতিগ্রস্ত হয় তবেই ক্ষতিপূরণ দেওয়া

গণতন্ত্রের স্বার্থে ভারত সরকার এফ.আর.ডি.আই. বিল আইনে পরিণত করা থেকে বিরত থাকুন

প্রবীর সরকার

এবার বিজেপি সরকার লোকসভায় ‘‘এফ.আর.ডি . আই নামে আর্থিক বিল আনছে যে কালা কানুন গরিবের কষ্টার্জিত টাকা ব্যাঙ্কগুলি নিয়ে নিতে পারে গ্রাহকদের সম্মতি ব্যতীতা৷  এই কথা বলা হচ্ছে এই কারণে তা হলো ছোট ছোট আমানতকারীরা এই কালা কানুনে নিঃস্ব হয়ে যাবেন৷  গত১৯৬১ সালের  আর্থিক সংস্থান বিষয়ে একটি আইন করা হয় যে আইনে ব্যাঙ্কের আমানতকারীদের কিছুটা নিরাপত্তা ছিল গচ্ছিত টাকার ব্যাপারে তাতে  এক লক্ষ  টাকার ইনসোরেন্স গ্যারান্টি ছিল৷ এই বিল পাশ হলে তার আর থাকব না৷

এরই নাম কি গণতন্ত্র?

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

আমার এক পরিচিত বয়স্ক মানুষ তাঁর আধার কার্ডের  সঙ্গে তাঁর মোবাইলকে  সংযুক্ত করার জন্যে ভোডাফোনের মোবাইল অফিসে যান৷

ওই সজ্জন বয়স্ক মানুষটি শারীরিকভাবে খুবই  দুর্বল৷ তার ওপর বয়সের  জন্যে তাঁর হাতও  সবসময় কাঁপতে থাকে৷ তাই মোবাইল অফিসের অফিসার  অনেক চেষ্টা করলেও তাঁর  মেসিনে ওই ভদ্রলোকের আঙ্গুলের ছাপই ধরতে  পারলেন না৷ বললেন,  শীতটা কাটুক, তারপর দেখা যাবে৷ বয়স্ক মানুষ, হাত কাঁপাটাই স্বাভাবিক৷ তারজন্যে যদি  তাঁর হাতের আঙ্গুলের  প্রিন্ট  মেসিন  না নিতে পারে, তার জন্যে তো তিনি  দায়ী নন৷ তাহলে কি তিনি আধার কার্ডের অভাবে সরকারী বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন?

ভারতের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়

একর্ষি

বিশ্বাসঘাতকতা ভারতের ইতিহাসকে বারবার কলঙ্কিত করেছে---

৩২৭ খ্রীঃ পূঃ- ম্যাসিডন রাজ আলেকজান্ডার  এর ভারত অভিযানে তক্ষশীলার রাজা অস্তি কেবল বশ্যতা স্বীকারই করেননি, গ্রীক বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে আসেন, আর সেনা ও পরামর্শ দিয়ে গ্রীক বাহিনীকে নানাভাবে ভারতীয় ভূখন্ড দখলে সাহায্য করেন৷ বর্র্ণবতীর  রাজা শশী গুপ্ত প্রমুখ অনেক রাজাই আলেকজান্ডারকে নানাভাবে সাহায্য করে বশ্যতা স্বীকার করে৷’’ ভারতের ইতিহাসে দেশদ্রোহির এটাই ছিল প্রথম উদাহরণ৷’’ ড. রমেশচন্দ্র  মজুমদার৷