আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত
আমার এক পরিচিত বয়স্ক মানুষ তাঁর আধার কার্ডের সঙ্গে তাঁর মোবাইলকে সংযুক্ত করার জন্যে ভোডাফোনের মোবাইল অফিসে যান৷
ওই সজ্জন বয়স্ক মানুষটি শারীরিকভাবে খুবই দুর্বল৷ তার ওপর বয়সের জন্যে তাঁর হাতও সবসময় কাঁপতে থাকে৷ তাই মোবাইল অফিসের অফিসার অনেক চেষ্টা করলেও তাঁর মেসিনে ওই ভদ্রলোকের আঙ্গুলের ছাপই ধরতে পারলেন না৷ বললেন, শীতটা কাটুক, তারপর দেখা যাবে৷ বয়স্ক মানুষ, হাত কাঁপাটাই স্বাভাবিক৷ তারজন্যে যদি তাঁর হাতের আঙ্গুলের প্রিন্ট মেসিন না নিতে পারে, তার জন্যে তো তিনি দায়ী নন৷ তাহলে কি তিনি আধার কার্ডের অভাবে সরকারী বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন?