January 2018

কালনায় পাখি বাঁচাতে  বনবিভাগ

কালনা ঃ  শীত পড়তেই প্রতিবছর কালনার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে আসে  পরিযায়ী পাখির দল৷ গঙ্গাবক্ষে  পাখিগুলি  খাদ্যের সন্ধান করে৷ চোরা  শিকারীরা  এই সুযোগটা  পুরোপুরি গ্রহণ করে৷  তারা পাখি শিকার করে তাদের মাংস খায়  ও গোপনে  বিক্রি করে৷ এলাকার পশুপ্রেমীরা  এ ব্যাপারে বনবিভাগের  কাছে পাখি  বাঁচাবার  জন্য  অনেকদিন  ধরে  আবেদন  জানিয়ে  আসছিল ৷ তাই শীত পড়তেই  বনবিভাগের  কর্মীরা  কালনায়  নিবিড় প্রচার শুরু করেছে৷ পাখি শিকারের  সঙ্গে যুক্ত কেউ যদি ধরা পড়ে তবে তাঁর  আইনমোতাবেগ শাস্তি হবে বলে জানিয়েছেন স্থানীয় বনরক্ষীরা৷

 

বর্ধমানে হয়ে গেল পুতুল নাটক

 পূর্ব বর্ধমান ঃ বর্ধমানের  টাউন  হলে  তিনদিন ধরে  হয়ে গেল  পুতুল নাটক  উৎসব ৷ উৎসব  উদ্যোক্তারা  জানান এবার  দর্শক  সংখ্যা অন্যান্য সমস্ত  বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছে৷ উৎসবের  শেষের দিন অর্র্থৎ ১৪ই ডিসেম্বর  সংসৃকতি  লোকমঞ্চে  আয়োজন করা হয়ে পুতুল নাটকের৷ ব্যতিক্রমী এই অনুষ্ঠান দেখে  উপস্থিত দর্শকরা রীতিমত  অভিভূত হন৷ পুতুলনাচের  এই রাজকীয়  প্রত্যাবর্তনে  আশার  আলো দেখছেন পুতুলনাচের  সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা

বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে কী করে ?

আচার্য্য সত্যশিবানন্দ অবধূত

আজ  আমরা দেখছি হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিঠুর দ্বন্দ্ব’৷  পৃথিবী ধবংসকারী পারমাণবিক মারণাস্ত্রের পাহাড় তৈরী হচ্ছে৷

পজেটিভ মাইক্রোবাইটামের ক্রিয়াগত অভিব্যক্তি

সমরেন্দ্রনাথ  ভৌমিক

অতীতে পজেটিভ মাইক্রোবাইটামের ব্যাপক প্রয়োগ হয়নি৷ পৃথিবীতে এই প্রথম মানুষের জন্যে ব্যবহারিক জগতে বিভিন্ন কাজে ও আধ্যাত্মিক প্রগতির জন্যে পজেটিভ মাইক্রোবাইটা  (মাইক্রোবাইটাম একটি ল্যাটিন শব্দ, এর বহুবচনে হবে মাইক্রোবাইটা) প্রয়োগ করা হচ্ছে৷ বলা বাহুল্য এই পজেটিভ মাইক্রোবাইটার ব্যাপক প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে পৃথিবীর বুকে বিস্তারিতভাবে বলেছেন--- মাইক্রোবাইটাম আবিষ্কারক শ্রী প্রভাত রঞ্জন সরকার৷ শ্রী প্রভাতরঞ্জন সরকার বলেছেন--- মাইক্রোবাইটাম হ’ল সুস্থ সমাজ গড়ার চাবিকাঠি মাইক্রোবাইটামেই নিহিত রয়েছে৷

আনন্দনগরে রাওয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান

আনন্দনগরঃ আনন্দনগরে ১লা, ২রা ও ৩রা জানুয়ারী তিনদিন ধরে যে ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হ’ল, এই ধর্মমহাসম্মেলনে ধর্ম আলোচনার পাশাপাশি  আনন্দমার্গের  সাংস্কৃতিক প্রকোষ্ঠ-‘রাওয়া’র তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ রাওয়া-শিল্পীরা  মার্গগুরুদের -রচিত ও সুরারোপিত ৫০১৮টি  প্রভাত সঙ্গীতের  মধ্যে  বেশ কিছু কিছু সঙ্গীত পরিবেশন করেন৷ রাওয়ার নৃত্যশিল্পীরাও প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্য পরিবশেন  করে সবাইকে  আনন্দ দেন৷ এছাড়া  প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্যনাট্যের  আয়োজন  করা হয়৷

আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

আনন্দনগরে  ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে ৩১শে ডিসেম্বর বিকেল  ৩টে পর্যন্ত ত্রিদিবসব্যাপী অখন্ড কীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ হরিপরিমন্ডল গোষ্ঠী কর্তৃক আয়োজিত এই অখন্ড ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের কীর্ত্তনে হাজার হাজার  ভক্ত যোগদান করেন৷ দেশের বিভিন্ন স্থান থেকে, বহির্ভারতেরও  বিভিন্ন দেশের হরিপরিমন্ডল গোষ্ঠী এই কীর্ত্তনে যোগদানে করেন৷ ৩রা জানুয়ারী বিকেল ৩ টের সময় কীর্ত্তন সমাপ্ত হলে ‘কীর্ত্তন মাহাত্ম্য’ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য দেবাত্মানন্দ অবধূত ও আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ বলেন, কীর্ত্তন মানুষের দেহমনকে  পবিত্র করে, কীর্ত্তনের  দ্বারা সহজেই আধ্যাত্মিক প্রগতি ঘটানো  যায়৷

দীপাতে অখণ্ড কীর্ত্তন

 কোশিয়ারী ঃ গত ৪ ও ৫ মার্চ দীপা গ্রামে ‘বাবা নাম কেবলম্’---মহামন্ত্রের ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মূলত দীপা গ্রামের আনন্দমার্গীদের উদ্যোগে এই অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সারা জেলার বিশিষ্ট আনন্দমার্গীরা কীর্ত্তনের যোগ দিয়েছিলেন৷ অখণ্ড কীর্ত্তনান্তে মিলিত সাধনার পর আচার্য সুধাক্ষরানন্দ অবধূত সাধনা, কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন কীর্ত্তনের মাধ্যমে সহজেই মানুষ আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারেন ও মানব জীবনের পরম সম্পদ ভক্তিলাভ করতে পারেন৷

হাওড়া জেলার মার্গীয় সংবাদ

 গত ২৫শে নবেম্বর ২০১৭, আমতার গুজারপুরে নরহরি মণ্ডল ও বেচু বরের উদ্যোগে ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন  অনুষ্ঠিত হয় ও লিলুয়া ব্লকের বিরাডিহি আশ্রমে ২৬শে নবেম্বর ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উভয় কীর্ত্তন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়৷ অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত সর্বতোভাবে সহযোগিতা করেন৷ কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, মহাব্রত দেব ও লক্ষ্মীকান্ত হাজরা৷ নারায়ণ সেবার পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

ত্রিপুরায় অখণ্ড কীর্ত্তন

  • আগরতলা ঃ গত ২৫ ডিসেম্বর সিপাইজলা  জেলার  কাঁঠালিয়া গ্রামে  প্রয়াত  মন্টু সাহার পুত্র সঞ্জিত সাহার পরিচালনায় ৩ ঘন্টাব্যাপী ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের  অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর আচার্য সুনন্দানন্দ অবধূত বক্তব্য রাখেন৷ তিনি তাঁর ভাষণে বলেন কীর্ত্তন ও সাধনার মাধম্যে মানুষ পশুত্বের বন্ধন থেকে উত্তীর্ণ হয়ে মনুষ্যত্ব লাভ করে ও তারপর দেবত্বে উন্নীত হয়৷
  • খোয়াই ঃ ২২ শে ডিসেম্বর খোয়াইতে দানেশ পালের বাড়ীতে ৬ ঘন্টা ব্যাপী কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনান্তে কীর্ত্তন ও ভক্তিমাহাত্ম্যের  ওপর বক্তব্য রাখেন আচার্য সুনন্দানন্দ অবধূত৷
  • বিশালগড় ঃ গত ১৭ই

কাঁকিনাড়া উৎসবে আনন্দমার্গ প্রকাশনের বুক ষ্টল

৪ঠা জানুয়ারী থেকে ৮ই জানুয়ারী ২০১৮ পর্যন্ত আয়োজিত কাঁকিনাড়া উৎসবে আনন্দমার্গ প্রচারক সংঘ কাঁকিনাড়া শাখার পক্ষ থেকে আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্য জয়ন্ত দাস, গৌতম মণ্ডল, অরূপ মজুমদার, সৈকত ঘোষ, সঞ্জয় মিত্র,  সুমিত দাস প্রমুখের  উদ্যোগে  আনন্দমার্গ  প্রকাশনের  একটি বুকষ্টল খোলা হয়৷ উক্ত বুকষ্টল থেকে উৎসবে আগত বহু দর্শক  আনন্দমার্গ প্রকাশনের বিভিন্ন বই --- আনন্দমার্গ দর্শন,‘প্রাউট’ আনন্দমার্গের  যোগসাধনা, সাহিত্য, গল্প, প্রভাত সঙ্গীত প্রভৃতি ক্রয় করেন৷