September 2018

রঘুনাথবাড়ীতে তত্ত্বসভা

গত ২৫শে আগষ্ট রঘুনাথবাড়ীর চাঁইপুর গ্রামে শ্রী অসিত মাইতির বাড়ীতে একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রথমে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনার পরে আনন্দমার্গ দর্শনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীসুভাষপ্রকাশ পাল ও রঞ্জিত কুমার রাউথ৷ জেলার ভুক্তিপ্রধান শ্রী সুভাষ চন্দ্র পাল বলেন, সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমেই মানব জীবন সার্থক হয়ে ওঠে৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী সঞ্জিত বাগ৷

নদীয়া জেলায় কৃষ্ণনগর ডিট লেবেল সেমিনার

নদীয়া জেলার কৃষ্ণনগর মোমিনপার্কে অবস্থিত জাগৃতি ভবনে  ১১ও ১২ই আগষ্ট  শনি ও রবিবার শতাধিক আনন্দমার্গের সদস্য-সদস্যার উপস্থিতিতে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত ও ভুক্তি কমিটির সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় কৃষ্ণনগর ডিট লেবেল সেমিনার অনুষ্ঠিত হ’ল৷

বাঁকুড়া আনন্দমার্গ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁকুড়া আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে গত ৪ঠা আগষ্ট বাঁকুড়া মিউনিসিপ্যাল  হাইস্কুলের হলে আনন্দমার্গ স্কুলের ছাত্র -ছাত্রাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্টানে আনন্দমার্গ স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা ছড়া, ইংরেজী রাইমস্, কবিতা৷ প্রভাত সঙ্গীত , প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, প্রভৃতি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে দেয়৷

মার্গীয় বিধিতে বিবাহানুষ্ঠান

পাঁশকুড়া ঃ গত ১৩ই আগষ্ট পাঁশকুড়া ব্লকের রাজনারায়ণচক নিবাসী শ্রী বঙ্কিম বিহারী পালের জ্যেষ্ঠ পুত্র শ্রীলক্ষ্মীকান্ত পাল রঘুনাথবাড়ী গোগ্রাস গ্রামের শ্রী অমল নায়েকের জ্যেষ্ঠ কন্যা অর্পিতা নায়েকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন৷ বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা৷ আনন্দমার্গের এই বৈপ্লবিক বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট  মার্গী শ্রীশুভেন্দু ঘোষ ও আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

অখণ্ড কীর্ত্তন

মেদিনীপুর ঃ গত ২রা সেপ্ঢেম্বর সকাল ৮-৩০ থেকে ১১-৩০ পর্যন্ত মেদিনীপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী কল্পনা গিরির নাতনী কুমারী দিব্যশ্রী গিরির জন্মদিন উপলক্ষ্যে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত  ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা ও আচার্য সেবাব্রতানন্দ অবধূত৷ মিলিত সাধনা ও গুরুপূজার পরে কীর্ত্তন মহিমা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷

আনন্দমার্গ সেমিনার

হাওড়া জেলার শ্যামপুর ব্লকের সুলতানপুর আনন্দমার্গ স্কুলে গত ৫ই আগষ্ট একটি ব্লক সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে ‘ব্রহ্মসদ্ভাব’-এর ওপর আলোচনা করেন আমতা আনন্দমার্গ স্কুলের প্রবীণ শিক্ষক শ্রীলক্ষ্মীকান্ত হাজরা৷ ‘নব্যমানবতাবাদে’র ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রীমিয় পাত্র৷ সেমিনারে উপস্থিত ছিলেন আচার্য পুণ্যব্রতানন্দ অবধূত, বিশিষ্ট আনন্দমার্গী জয়ন্ত শীল, অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীসুব্রত কুমার সাহা, স্বতন্ত্র বৈতালিক প্রমুখ৷

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

চিতমু ঃ গত ৩রা আগষ্ট চিতমু নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী ভুটু গরাঞ-এর দেহাবসান হয় ও ৮ই আগষ্ট আনন্দমার্গের সমাজ শাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এতে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দতপশীলা আচার্যা৷ এই উপলক্ষ্যে ৩ ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এটি পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত৷ কীর্ত্তনশেষে স্বাধ্যায় করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দতপশীলা আচর্যা

পরে মানুষের জীবন মৃত্যুরহস্য, শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য প্রভৃতি সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ আচার্য শিবপ্রেমানন্দ অবধূত প্রমুখ৷

পূর্বমেদিনীপুরে  প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

কাঁথি ঃ গত ৫ই আগষ্ট পূর্বমেদিনীপুর জেলার কাঁথি মডেল স্কুলে আনন্দমার্গের রেঁণেসা আর্টিষ্ট ও রাইটার্স এ্যসোসিয়েশনের  পক্ষ থেকে প্রভাত সঙ্গীত ও   প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও  অংকন প্রতিযোগিতা   অনুষ্ঠিত হয়৷ উক্ত প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক  প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ প্রত্যেক প্রতিযোগিদের  আপ্লুত চেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি খুবই প্রশংসনীয় হয় ও প্রত্যেক দর্শকেরা বিশেষ আনন্দধারার উপলদ্ধি করেন৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী শুভেন্দু ঘোষ৷

নারী–পুরুষ উভয়েই পরমপুরুষের আদরের সন্তান

আমরা সবাই পরমপুরুষের সন্তান৷ তিনি সবাইকে তৈরী করে চলেছেন৷ সুতরাং বেঁটে, লম্বা, কালো, ফর্সা, আমি পুরুষ, সে মেয়ে–এসব ভেদের মধ্যে থাকার প্রয়োজন নেই৷ পরমপুরুষের সঙ্গে মনটা মিলিয়ে দিয়ে ভেবে দেখ কী করলে পরমপুরুষের ভালো লাগক্ষে, কী করলে ভাল লাগবে না৷ যা’ করলে তাঁর ভাল লাগবে সেই মত করবে৷ কোন পিতা চাইবে না তার একটা সন্তান শুকিয়ে মরুক, একটা সন্তান প্রয়োজনের চেয়েও বেশী খাক বা প্রয়োজনের চেয়েও বেশী জমিয়ে রাখুক৷ অর্থনৈতিক জীবনেও তোমাদের সেই রকমই চলতে হবে৷ সামাজিক জীবনে কোন পিতাই মনের দিক থেকে চাইবে না তার বিধবা মেয়ে অন্য রকম পোষাক পরুক, তার বিধবা মেয়ের ওপর সামাজিক নির্যাতন চলুক অর্থাৎ কোন শুভ কার্যে তাকে

ধোঁকার ডালনা

উপকরণ ঃ ছোলার ডাল ১০০ গ্রাম, মটর ডাল ৪০ গ্রাম, হিং ৪ গ্রাম, চীনী ৩০ গ্রাম, ৫টা কাঁচালঙ্কা, টমেটো ৫০ গ্রাম, আদা ২০ গ্রাম, গরম মশলা ৫ গ্রাম, ভাল ঘি ৫০ গ্রাম, অল্প পরিমাণে হলুদ ও লঙ্কার গুঁড়ো, পরিমাণ মত নুন, সর্ষের তেল ১০০ গ্রাম৷