রাফেল-বফোর্স তর্জা না---উন্নয়ন কোনটা জরুরী?
বোফোর্স কেলেঙ্কারী নিয়ে রাজীব গান্ধীর বিরুদ্ধে নানান কথা উঠেছিল৷ তার পরেও কংগ্রেস বেশ কয়েকবার ক্ষমতায় এসেছে ৷ কেননা, সরকার গড়তে যারা ভোট দেয় তারা এসব বোফোর্স ঠোফোর্স বোঝে না৷ সম্প্রতি নরেন্দ্রমোদীকে নিয়ে রাফেল কেলেঙ্কারীরর যে কথা বলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গলা ফাটাচ্ছেন, সেটাও ভারতীয় ভোটারদের একটি বিরাট অংশ কিছুই বুঝবে না৷ উল্টে এ ধরনের কথায় কিংবা ভিডিও টুইটে সাধারণ ভোটারদের মনে রাহুল গান্ধীর ইমেজে কিঞ্চিৎ হলেও নেগেটিভ প্রভাব পড়ছে৷ কেননা, এই মুহূর্তে ভারতীয় ও ভোটারদের কাছে অন্য অনেক ইস্যু বেশি জরুরি৷ বিশেষ করে কৃষি উন্নয়ন , ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বেকার সমস্যা দূরীকরণের মতো বিষয়
- Read more about রাফেল-বফোর্স তর্জা না---উন্নয়ন কোনটা জরুরী?
- Log in to post comments