অন্যায়ভাবে অসম থেকে বিতাড়িত হওয়ার আতঙ্কেএকের পর এক বাঙালীদের আত্মহত্যা
অসমে ইচ্ছাকৃতভাবে সেখানকার বসবাসকারী বাঙালীদের নাম এন.আর.সি তালিকা থেকে বাদ দিয়ে ও ডি-ভোটার (অর্থাৎ ডাউটফুল ভোটার) তকমা দিয়ে তাদের বিদেশী বলে চিহ্ণিত করে হয়রানি, অপমান ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে৷ এই চরম হয়রানি, অপমান ও লাঞ্ছনা সহ্য করতে না পেরে অনেক বাঙালী একে একে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷
গত ১৯শে নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার শ্রীরামপুরের প্রয়াত উপেন্দ্রবর্মনের ছেলে সুরেন্দ্র বর্মন (২২) প্রায় এক বছর ধরে ডি-ভোটার হিসেবে চিহ্ণিত হয়ে বিদেশী ট্রাইব্যুনালে হয়রানি হতে হতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন৷