আনন্দনগর সংবাদ
গত ৫ই এপ্রিল ডামরুঘুটু গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী রাধু সোরেন ছিলেন সাঁওতাল সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় ব্যষ্টি৷ তিনি ছিলেন সমস্ত প্রকার ডগ্মা বিরোধী ও যুক্তিবাদী৷ ১৯৯৪ সালের ৫ই এপ্রিল কম্যুনিষ্ট গুণ্ডারা তাকে হত্যা করেছিল৷ তাই এই ৫ই এপ্রিল তাঁর স্মরণে দিনটি পালন করা হয়৷
এই উপলক্ষ্যে ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন (বাবা নাম কেবলম্ মহামন্ত্রের ) ও মিলিত সাধনার পর তাঁর স্মৃতিচারণ করা হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷
আনন্দমার্গ হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান