নারী

লেখক
জয়তী দেবনাথ

নারী তুমি বিজয়িনী

     তুমি মহীয়সী,

তোমার উত্তাপে দগ্দ রবি

     তুমিই স্নিগ্দ শশী৷

তুমিই যে ভাঙ্গো নাকো

     কোন প্রতিঘাতে,

তাই ধরণীর তরণীর হাল

     ধরলে তুমি হাতে৷

তোমার সুরভী মাখানো

     সুমনের দলে,

এই ধরণী পরিপূর্ণ

     তোমার ফুলে ফলে৷

তুমিই আবার দীপের শিখা

     আঁধারেতে আলো,

নিমেষেই দূর কর

     যত আঁধার কালো৷

এই ধরাতে বয়ে আনো

     তুমি শ্যামলিমা,

গীতি সাহিত্যে ছড়িয়ে আছে

     তোমার মধুরিমা৷

তোমার মহিমা বর্ণনাকারী

     শব্দ বিশ্বে নাই

তুমিই মহান তুমিই শ্রেষ্ঠ

     বলি ওগো তাই৷