সেদিন তোমার শুভ পদ-স্পর্শে নোতুন পৃথিবী---
নাই তার ক্ষয়, নাই তার লয়---চিরজীবী৷
পাতায় পাতায়
মৌনমূক বর্ণমালায়
বিধৃত তোমার বাণী হলো বা[য়৷
প্রতিদিন বিশ্বময়
অকারণ হানাহানি মৃত্যু রক্তক্ষয়৷
শত সঙ্কটে আজ দিশেহারা
পৃথিবীর যত অধিবাসী---
মনে নেই স্বস্তি, মুখে নেই হাসি৷
হিংসায় উন্মত্ত দুরাচারী দানবেরা
সর্বদা মানুষ ঠকানো ষড়যন্ত্রে সক্রিয়৷
করে যত অমানবিক কাজ
শোষণ পীড়ণ অত্যাচার যাবতীয়৷
পা বাড়ালেই পদে পদে ষড়যন্ত্রের ফাঁদ,
বিনা দোষে, বিনা বিচারে জীবন বরবাদ৷
শোন শোন ওই---
মাভৈঃ মাভৈঃ
হে বিশ্ববাসী, খোল দ্বার,
গাও আজ মুক্তির গান,
প্রগতিশীল নোতুন পৃথিবী
সব সমস্যার সমাধান, পরিত্রাণ৷
তার যুগান্তকারী তত্ত্বে আছে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ
নোতুন সমাজ গড়ার
অভ্রান্ত পথ-নির্দেশ৷
রাষ্ট্র শাসন, ধর্মাচারণ
দুইয়ের রসায়ন, সন্তুলন,
সদবিপ্র-শাসিত বিশ্বরাষ্ট্র স্থাপন
নোতুন পৃথিবীর এই মহান ভাবনা
হবেই হবে একদিন বাস্তবায়ন৷
হে মহান প্রবক্তা,
তোমার তত্ত্ব, তোমার দর্শন
নোতুন পৃথিবীর পাতায় পাতায়
মুখরিত হোক তোমার যাবতীয় প্রবচন৷
মুদ্রাঙ্কিত অক্ষরে অক্ষরে
কথা কও, তুমি কথা কও৷
প্রার্থনা করি, আর একটি বার এসে
আমাদের সকলের প্রণাম লও৷
- Log in to post comments