তের পার্বণ
অম্বুবাচির কটা দিন হচ্ছে মাতা বসুন্ধরার ঋতুপর্ব৷ লোকের বিশ্বাস, এই সময় বসুন্ধরা ঋতুমতী অবস্থায় থাকেন৷ সারা ভারত জুড়ে এই পার্বণ পালিত হয়৷ বিধবা নারীরা সাধারণত এই পার্বণ পালন করে থাকেন৷ যেহেতু এইসময় জননী বসুন্ধরা ঋতুমতী হন সেহেতু এই সময় আগুনে রান্না করা কোন জিনিস তারা খান না৷ আগুন জ্বালেন না৷ এমন কি রান্নাও করেন না৷ মাটি খোঁড়েন না---পাছে পৃথিবীর অঙ্গে কোন আঘাত লাগে৷ সূর্যের উত্তর থেকে দক্ষিণে গমন অর্থাৎ দক্ষিণায়নের দিন থেকে (৭ই থেকে ১০ই আষাঢ়ের মধ্যে) তিন দিন এই পার্বণ পালিত হয়৷ এই অম্বুবাচির দিন থেকেই বর্ষা শুরু হয়৷ পৃথিবী জলসিক্তা হয় বলেই এর নাম অম্বুবাচি৷ বহু প্রাচীনকাল থেকে পৃথিবী নারীরূপ
- Read more about তের পার্বণ
- Log in to post comments