নির্বাচন নির্বাচক ও সু-নেতৃত্ব
ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জনগণের ভোটে নির্বাচিত সদস্যরা শাসন ক্ষমতায় আসেন, তাঁদের পরিচালনায় দেশের শ্রীবৃদ্ধি ঘটে বা দেশ শ্রীহীন হয়, একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার যতগুলি পন্থা আছে যেমন--- রাজতন্ত্র,সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, মিলিটারী শাসন ইত্যাদি তার মধ্যে গণতন্ত্র মন্দের ভাল, গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন, কিন্তু বাস্তবে কী সত্যিই তা হয়৷ প্রথমতঃ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের কতজন রাজনীতি সচেতন কোন প্রার্থী যোগ্য, কোন প্রার্থী অযোগ্য তা বিচার করার ক্ষমতা কতজনেরই বা আছে?
- Read more about নির্বাচন নির্বাচক ও সু-নেতৃত্ব
- Log in to post comments