১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষ্যে এবারের প্রভাতীর কবিতার কলমে প্রভাত সঙ্গীত

লেখক
প্রভাত রঞ্জন সরকার

বন্ধু হে, নিয়ে চলো

আলোর ওই ঝর্ণাধারার পানে৷৷

আঁধারের ব্যথা আর সয় না প্রাণে৷৷

ঘুমের ঘোর ভাঙানোর গানে গানে৷৷

২.

এ গান আমার আলোর ঝর্ণাধারা৷

উপল-পথে দিনে রাতে বয়ে যাই---

বয়ে যাই বাঁধনহারা৷৷

এ পথ আমার বন্ধুর কন্টকভরা৷

উৎস হতে প্রাণের স্রোতে ভেঙ্গে যাই-

ভেঙ্গে যাই পাষাণকারা৷৷

৭.

নীরবতা মাঝে কে গো তুমি এলে

ঘন ঘোর ঘুম ভাঙ্গাতে, ঘুম ভাঙ্গালে৷৷

ঝটিকার ঘাতে নেবানো দীপেতে

জ্ঞানশলাকাটি জ্বালালে৷৷

সাজানো বাগানে ছোট খেলাঘরে৷

যারা আসে তারা চলে যায় দূরে৷

তাদের পথের নিশানা আজিকে

দীপ জ্বেলে দিয়ে জানালে৷৷

আমি যেতে চাই, তুমি নিয়ে যাও,

বাধার বাঁধা সব ছিঁড়ে দাও৷৷

মোর চিত্তের চঞ্চলতা,

মোর হৃদয়ের উদ্বেলতা,

মোর মনে উচ্ছ্বলতা---

সব কিছু মোর তুমি নিয়ে নাও৷৷

১৯

নবীন প্রাতে এই অরুণ আলোতে

রূপের ছন্দে এলে মোর মনেতে৷৷

তুমি হাসাতে জানো,তুমি কাঁদাতে জানো,

লুকোচুরি খেলা খেলিতে জানো৷

আজ আলোর ছটায় এলে প্রাণ ভরিতে৷৷

বীণা বাজাতে জানো, রাগ রচিতে জানো,

সুরে তালে জগৎকে নাচাতে জানো৷

জানো সুখেদুঃখে সবাইকে ভালবাসতে৷৷