লুচি তরকারি* হয়ে যাচ্ছে _পুরী সবজি।
*লক্ষ্মীর পাঁচালি*-র জায়গা নিচ্ছে _হনুমান চালিসা।
*দুর্গাপুজো*-কে সরিয়ে দিচ্ছে _নবরাত্রি।
*রথের মেলা*-র বদলে _রামনবমি-র অস্ত্রমিছিল।
*কালীপুজো*-র বদলে বাজারে এসেছে _দিওয়ালি।
*"যদি"* হয়ে যাচ্ছে _"কাশ",
*"কারন"* হয়ে যাচ্ছে _"কেন কি",
*"অভিভূত, আচ্ছন্ন"* হয়েছে _"ফিদা",
*"দারুন"* হয়েছে _"বিন্দাস"।_
বাংলা মাধ্যম হয়ে যাচ্ছে সিবিএসই,আইসিএসই। হুজুগে প্রচলন বাড়ছে নিরামিষ হওয়ার। হাসপাতালে, বিদ্যালয়ে আমিষ নিষিদ্ধ। বিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক হবে শুনে বাঙালিই বিক্ষোভ জানাচ্ছে।বাঙালি মেয়ে হিন্দুস্তানী ছেলেকে বিয়ে করে হিন্দি বলছে। বাঙালি ছেলে হিন্দুস্তানী মেয়েকে বিয়ে করে হিন্দিই বলছে। বাংলায় আজন্ম বড় হওয়া অবাঙালি প্রজন্মের কথায় আজও হিন্দুস্তানী টান। বাঙালি ছেলেমেয়েরা বাংলার মাঝে হিন্দি, ইংরেজি গুঁজে অবাঙালি টানে ভারতীয় সাজতে মরিয়া। ভাবখানা এমন, যেন বাঙালি সংষ্কৃতি ওদের তুলনায় নিচু। পারবি তোরা আগামী এক সহস্র বছরে একটা রবি ঠাকুরের জন্ম দিতে? তবুও ঘরের ছেলেমেয়ে, মা, মাসীরা অন্ধ পতঙ্গের মত ছুটে চলেছে জি-জলসা হাঁসজারু কালচারের দিকে। চীনের বাজার দখল করতে একদিন পশ্চিমী শাসকরাও এভাবেই আফিম এনে দিয়েছিল চীনাদের পাতে। কিন্তু চীন ঘুরে দাঁড়িয়েছিল। মাতৃভাষা দিবসে উপচে পড়ছে টাইমলাইন..
বাঙালি কবে দাঁড়াবে ? আদৌ দাঁড়াবে তো ?
- Log in to post comments