লেখক
কৌশিক খাটুয়া
একসঙ্গে লেখাপড়া
একসঙ্গে খেলা,
একসঙ্গে সুকলে যাওয়া
যেন মিলন মেলা৷
একসঙ্গে ফুল কুড়ানো
নীল আকাশে চাওয়া,
একসঙ্গে পরাণ ভরে
আনন্দে গান গাওয়া৷
একসঙ্গে নৃত্য করি
একসঙ্গে হাসি,
সুখ-দুঃখে সবাই মোরা
থাকি পাশাপাশি
একসঙ্গে ভাগ করে নিই
সুখ-দুঃখের কথা,
পৃথক হয়ে সুখের খোঁজ
সময় নষ্ট বৃথা৷
ভরে আছে হৃদয় জুড়ে
হর্ষ সারা বর্ষ৷
বিশ্ববাসীর দৃষ্টিতে
আমরা হলাম আদর্শ৷
- Log in to post comments