লেখক
কৌশিক খাটুয়া
বকুল ফুলের ক্ষুদ্র রূপ
পায় না তোড়ায় স্থান,
নিজ গুণে নজর কাড়ে
সবাইতো দেয় মান৷
গাঁথা মালা বিধির গলে
কেমন লাগে পরিয়ে দিলে,
যাকে যেথায় যেমন মানায়
সৃষ্টির কারণ তাইতো জানায়!
শিউলি ফোটে রাতের বেলায়
যখন সবাই ঘুমায়,
শিশির সিক্ত ফুলের সুবাস
ভোরে গাছের তলায়৷
কামিনী ফুলে তরুতল
সাদা চাদরে ঢাকা,
নজর কাড়ে সুবাস ঢেলে
প্রীতির পরশ মাখা৷
ছোট সাদা জুঁই ভরা
লতানো যুথিকা, আঙ্গিনা থেকে
প্রবেশ দ্বার সুসজ্জিত বিথীকা৷
মল্লিকা ফুলে নিত্য প্রাতে
পুষ্প কানন গন্ধে মাতে,
হালকা হাওয়ায় গাছে দোলে
ডাকছে, কথা বলবে বলে৷
নয়নতারা নয়নতারা
ফুল বাগানে সর্বহারা,
একটু বেলায় শুকায় প্রাণ
বিধির চরণে পায় সে স্থান৷
কুসুম কাননে রঙীন কুসুম
তরুতলে করে পড়ে,
নিত্য সেথায় বিধির ভ্রমণ
কুসুমিত পথ ধরে!
- Log in to post comments