‘‘অমর দাদা সত্যপরানন্দ’’

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

যে দীপশিখা জ্বেলেছিলে তুমি,

নিজ অন্তর হৃদয়ে,

তাহা দিলে তুমি শত

সহস্র ভক্ত প্রাণে ছড়ায়ে৷

হাসি খুশী মুখ সদাই,

কর্ম দ্যোতনায় ভরা আঁখি,

আর তো দেখি না আজি৷

চলে গেলে ৰাৰার কোলে,

সকলকেই পিছনে ফেলে,

দিলে মোদের এইভাবে ফাঁকি৷

অসম থেকে কোলকাতা,

কৃষ্ণনগর থেকে বারাণসী,

সর্বত্রই তোমার দৌড়৷

আনন্দমূর্ত্তিজীর বাণী, ও

তাঁর আদর্শ প্রচারিলে

বিশ্বব্যাপী কৃতিত্বে তুমি মধুর৷

ভালবাসা দিতে তুমি,

আদর্শ গত প্রাণ, আত্মসমর্পণ,

উজাড়িলে সবই তুমি৷

টোকিওর বুকে মোদের জাগৃতি

আজও মনে পড়ে

কাজের ব্যস্ততার মধ্যেই

সাংস্কৃতিক সন্ধ্যা,

রাওয়ার প্রচার বাড়ে৷

নরওয়ে তে থেকে প্রচারে

ব্যস্ততা বহু মাঝে স্বীকৃত,

আদর্শ অনুগামীরা শ্রদ্ধা জানায়

তারা যে তোমারই ভক্ত৷

যে দীপ জ্বালালে ভক্তের প্রাণে,

চিরদিন রবে তাহা হৃদিকোণে,

জানাই তোমারে বিদায়৷

তুমিই আপন ৰাৰা সমপ্রাণ

‘‘দাদা সত্যপরানন্দ’’

জানাই প্রণাম তোমায়৷