আমরা হিন্দীর বিরুদ্ধে নই, হিন্দী-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে

লেখক
মানস দেব

আমি ও আমরা যারা রাজ্যে হিন্দী বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছি আমরা কেউ হিন্দী ভাষা ও হিন্দী ভাষীদের বিরুদ্ধে নই৷ আমরা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে৷ যেমন হিন্দী বিহারকে বুদ্ধু  বানিয়ে দিয়েছে৷ মৈথিলি, ভোজপুরী, অঙ্গিকা ভাষাগুলো অনেক উন্নত হওয়া সত্ত্বেও আজ গেঁয়ো ভাষায় পরিণত হয়েছে হিন্দী আগ্রাসনের শিকার হয়ে৷  বাংলা ভাষার ক্ষেত্রেও সেই একই  ষড়যন্ত্র চলছে৷ আমাদের হিন্দি বিরোধিতা এখানেই৷ তাছাড়া  আজ ভারতবর্ষে  যারা একটি বিশেষ ধর্মীয় মতবাদকে জোর করে গিলিয়ে সাম্রাজ্যবাদী  শাসন কায়েম  করতে চাইছে  হিন্দী  ভাষা  তাদের  প্রধান হাতিয়ার৷ আমার তো মনে  হয় প্রকৃত হিন্দী অনুরাগীদেরও প্রতিবাদে সরব হওয়া উচিত৷ কেন তাদের ভাষা  একটি সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার হবে!

এ রাজ্যে হিন্দী বিরোধিতার অন্যতম কারণ  এটি বাংলা ভাষী রাজ্য হলেও এখানে বাংলা তার প্রাপ্য মর্যাদা পায় না৷ বরং এখানে আর একটা ২১শে ইতিহাসের দোরগোড়ায়৷

আমরা চাই শুধু হিন্দী নয়, ভারতবর্ষের সব ভাষার বিশ্ব বিদ্যালয়  এখানে হোক, কিন্তু তার আগে সরকারী বেসরকারী সমস্ত বিদ্যালয়ে দশমশ্রেণী পর্যন্ত বাংলা শিক্ষার বাধ্যতামূলক করতে হবে ও সরকারী বেসরকারী অফিস আদালতে  সমস্ত স্তরের কাজ বাংলা ভাষায় করতে হবে৷ এরপর একজন মানুষ যত ইচ্ছা ভাষা শিক্ষতে পারে৷