আপ্তবাক্য

‘‘ ...কুযুক্তির  ধবজাধারীরা ধর্মের ভেক ধরে নিপীড়িত  মানুষ-সমাজকে  বোঝাতে চায় যে তাদের এই অর্থকৃচ্ছতাপ্রসূত  লাঞ্ছনা, অন্নাভাব, বস্ত্রাভাব, চিকিৎসাভাব, গ্রীষ্মে রোদে পোড়া, শীতে কুঁকড়ে  জমে মরা এগুলো সমস্তই  নাকি বিধিলিপি পূর্বকৃত কর্মের প্রতিক্রিয়া৷ কিছুদিন পূর্বে জনৈক    কোটিপতিকে কোন একটি  সভায় বলতে শুণেছিলুম যে আজকের  সমাজে  গীতার কর্মবাদ ভালভাবে প্রচার করা  দরকার কারণ এই কর্মবাদকে নাকি ভালভাবে বুঝতে  পারলে ডাষ্টবিনের  এই নিপীড়িত নরকঙ্কালের  দল  তাদের দুর্দশার  জন্য আর পুঁজিবাদীগণকে দোষ দেবে না তারা সহজ ভাবেই তাদের দুদৈবকে মেনে নেবে৷                                              ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার