আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘নিজেকে অসহায় ভেবে বা হৃদয়বৃত্তির আহ্বানে নারী একদিন যে অধিকার তার হাতে তুলে দিয়েছিল আজ নারীরই প্রয়োজন বুঝে পুরুষের উচিত ধীরে ধীরে তা নারীর হাতে ফিরিয়ে দেওয়া৷

সব সময়েই মনে রাখতে হৰে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক জিনিস নয়৷ স্ত্রী স্বাধীনতা ভাল--- তা বলে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাকেও প্রশ্রয় দেওয়া চলে না৷ স্বেচ্ছাচারিতা---তা সে পুরুষেরই হোক বা নারীরই হোক, সামাজিক কাঠামোকে অল্পদিনের মধ্যে ভেঙ্গে চুরমার করে দিতে পারে৷ তাই স্ত্রী-স্বাধীনতার কথা যাঁরা একটু ৰেশী করে ৰলেন তাঁদের উচিত এই সম্ভাব্য স্বাধীনতার রূপটুকুকেও আগে থাকতে ভাল করে তলিয়ে দেখে নেওয়া৷’’

                ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার