আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘আনন্দমার্গে বিধবাদের অবিবাহিতা মেয়েদের মতই সমাজে স্থান দেওয়া হয়৷ তাদের পোশাক-পরিচ্ছদ, আচার-ব্যবহার বা জীবনযাত্রার ওপর কোনপ্রকার কুসংস্কার ভিত্তিক ৰাধ্যৰাধকতা  আরোপ করা হয় না বা কোন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তাদের  নিষেধ করা হয় না৷ ভূতপ্রেত-শ্রাদ্ধাদি সম্পর্কিত কোন ধরণের কুসংস্কারেরও স্থান আমাদের মার্গে নেই৷ ভূত-প্রেতে বিশ্বাস সম্পূর্ণ একটা কাল্পনিক ব্যাপার৷ মৃত্যুর পর প্রয়াত ব্যষ্টির আত্মাকে বৈতরণী পার করানোর জন্যে ব্রাহ্মণকে দান-দক্ষিণা প্রদান করতে হবে---এটাও কুসংস্কার ছাড়া আর কিছুই নয়৷ আনন্দমার্গে এইসৰ অযৌক্তিক অন্ধবিশ্বাসের স্থান নেই৷’’

             ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার