লেখক
শ্রী রবীন্দ্রনাথ সেন
জাগো বাংলা, ওগো বাঙালী তুমি জাগো
তুমি জাগলে ভারত জাগবে জাগবে পৃথিবীও৷
বাঙলায় আজি এসেছে প্রভাত, এনেছে নোতুন আলো
দূর হয়ে যাবে কালের কালিমা–ন্ধকার যত কালো৷
বাঙলার বুকে এসেছে প্রভাত – এনেছে নূতন দিশা
অর্থনীতির নব দিগন্ত উদ্ভাসিত – সরে গেছে ধোঁয়াশা৷
পূর্ব আকাশ হতে ছড়িয়ে পড়েছে প্রাউটের নূতন আলো
শোষণ বঞ্চনার হবে অবসান, বন্ধু হূদয় প্রদীপ জ্বালো৷
জগতের মাঝে এনেছেন তিনি নব্যমানবতার বাণী
বাঁচো আর বাঁচাও, খুশিতে ভরাও সৃষ্টির সাজি খানি৷
বাঙলার যত ছেলে–মেয়ে, বিশ্বের যত ভাই বোন
প্রভাতের গান জাগায়েছে প্রাণ ওই শোন ওই শোন৷
ওঠো ভাই ওঠো, দেখো চেয়ে এসেছে নূতন ভোর,
যুগের যন্ত্রণা, সরে যাবে বঞ্চনা সকল দুখের হবে ওর৷
বাঙলার বুকে এসেছে প্রভাত, এসেছে নব–জাগরণ
অরুণ আলোয় রাঙিয়ে হূদয় জাগাব সবায় এই মহাপণ৷
- Log in to post comments