কীর্ণাহারে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালন
সাইথিয়া ঃ গত ৫ই অক্টোবর বীরভূম জেলার কীর্র্ণহারে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভপদার্পন করেছিলেন ও ধর্মমহাচক্রে প্রবচন দিয়েছিলেন৷ এই শুভ দিনটিকে স্মরণ করে কীর্র্ণহার আনন্দমার্গ সুকলের বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত আনন্দমার্গীরা এখানে সমবেত হয়ে অখন্ড কীর্ত্তণ