একটি মেয়ে
বদ্যিপাড়ার একটি মেয়ে
শান্তশিষ্ট সবার চেয়ে
করেনা সে কান্নাকাটি
কারো সাথে ঝগড়াঝাটি৷
যায়না কোথা ও একা একা
ঘরে গেলেই পাবে দেখা৷
যেমন রাখে তেমনি থাকে৷
জ্বালায় না সে বাবা মা-কে
কোন কিছুর নেই বায়না,
কাউকে সে কামড়ায়না৷
করে না সে ছোটাছুটি
ধূলোয় পড়ে লুটোপুটি৷
পায়না খিদে খায়না ভাত,
দুধ না খেয়েই কাটায় রাত৷
রাতের বেলা জড়িয়ে মা-কে৷
চুপটি করে শুয়ে থাকে
মারো ধরো যতই বকো
বলবেনা সে অ আ ক খ৷
কোথায় থাকে চাও জানিতে?
থাকে ঘরের আলমারিতে৷
- Read more about একটি মেয়ে
- Log in to post comments