মেদিনীপুরে গল্প বলা প্রতিযোগিতা
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ২২শে ডিসেম্বর, শুক্রবার রেণেশাঁ আর্টিষ্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা আয়োজিত চতুর্থ বর্ষ চূড়ান্ত পর্যায়ের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৯টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রারম্ভিক পর্যায়ে সফল ১১৭ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা৷ কুমারী ধৃতি পালের গাওয়া প্রভাত সঙ্গীত ‘সবারে করি আহ্বান’ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়৷ অতিথি বরণের পরে আজকের প্রতিযোগিতার অন্যতম বিচারক তথা খ্যাতনামা বাচিক শিল্পী শুভদীপ বসুর সংক্ষিপ্ত অথচ প্রাঞ্জল বক্তব্য সকলকে মুগ্ধ করে দেয়৷