আচার্য অসীমানন্দ অবধূত স্মৃতি নক-আউট ফুটবল টুর্র্নমেন্ট
গত ৯ই ডিসেম্বর,২৩ একদিবসীয় আচার্য অসীমানন্দ অবধূত স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মধ্যআনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল মাঠে৷ মোট আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ফাইনালে জয়পুর থানার সঙ্গে এস.এস.এ.সি আনন্দনগর প্রতিযোগিতায় ১-০ গোলে জয়পুর থানা বিজয়ী হয়৷ বিজয়ী দলকে ত্রিশহাজার টাকা নগদ আর রানার্স দলকে কুড়ি হাজার টাকা নগদ প্রদান করা হয়৷ তাছাড়া ম্যাচে নিম্নোক্ত প্লেয়ারদের পুরস্কার প্রদান করা হয়৷ বেষ্ট গোল কিপার---জিৎ মাহাত, টুর্নামেন্টের বেষ্ট প্লেয়ার--- রতন মাহাত, টুর্নামেন্টের হায়েষ্ট স্কোর-সুভাষ মাহাত, ম্যান অফ দি ফাইনাল ম্যাচ--- হেমন্ত মাহাত৷