বাউল মন

লেখক
রবীন্দ্রনাথ সেন

বাউল মন ডাকে ওরে

আয় আয় আয়

পূজো দেরে তোর

মনের মানুষের পায়৷

সে যে আছে মোর হূদয় গুহায়

বলো তারে কেমনে ধরা যায়৷

যদি বন্ধ করি সকল দ্বার

অন্ধকারে পাব না আর৷

যদি দিই সকল খুলে

চলে যাবে অবহেলে –

তাই তো তারে পূজার ছলে

বেঁধে নেবো আপন বলে৷

বাউল মন ডাকে

ওরে আয় আয় আয়

পূজো দেরে তোর

মনের মানুষের পায়৷

সে যে আছে তোর মনের মাঝে

জাঁক জমকে কী কাজ আছে

তাঁর মনের মাঝে মন মিলিয়ে

মিলে যাওয়া যায়

বাউল মন ডাকে

ওরে আয় আয় আয়৷