আমাদের পরমার্ধ গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এত তড়িঘড়ি পৃথিবীতে আবির্ভূত হ’য়েই বলেছেন---পৃথিবীর দূষণ এতটাই দ্রুত দূষণের দিকে এগিয়ে চলেছে যে, যাতে ক’রে খুব শীঘ্রই পৃথিবীটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে৷ তাই ‘ৰাৰা’ স্বয়ং নিজেই বলেছেন---‘‘এই অযোগ্য পৃথিবী হ’তে পৃথিবীর মানুষকে অন্য গ্রহ হ’তে গ্রহান্তরে অতি দ্রুত সরিয়ে নিতেই হবে৷ যারা বিজ্ঞান উৎসুক ব্যষ্টি তাঁরা হয়ত অনেকেই জানেন না অথবা বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ নেই তাঁদের জন্য এটা বিজ্ঞানের সাহায্যে ব্রহ্মাণ্ড বাGalaxy সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে নেব৷
a) প্রথমে আমরা ব্রহ্মাণ্ডতে Galaxy) এখন বসবাস করি তার একটা চিত্র এই পত্রিকায় দেওয়া হ’ল ঃ
আমাদের এই ব্রহ্মাণ্ডে Our galaxy) প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র আছে৷ আমাদের ব্রহ্মাণ্ডটি ডিম্বাকৃতি কুণ্ডলিত ব্রহ্মাণ্ড৷ আমাদের এই ব্রহ্মাণ্ডটি ‘অ্যাণ্ডোমিডা’ ব্রহ্মাণ্ড Andromeda) মণ্ডলের মধ্যে অবস্থিত৷ এরূপ অপর আরও ব্রহ্মাণ্ড আমাদের ব্রহ্মাণ্ডের কাছে আছে৷ এই সব নিয়েই হ’ল ব্রহ্মাণ্ড জোট৷ যেমন পাড়া প্রতিবেশী৷ আমাদের -এর মধ্যে সূর্য্য হ’ল অতি নগণ্য একটি ছোট নক্ষত্র৷ এই নক্ষত্রটিকে ঘিরে ৯টি গ্রহ সৌর জগৎ সৃষ্টি হয়েছে৷ অতি নগণ্য আমাদের পৃথিবীর পরিচয়৷ আমাদের এই Galaxy)-এর কেন্দ্র থেকে ৩৩০০০ আলোকবর্ষ দূরে আমরা হলাম ওর শহরতলীর বাসিন্দা৷ এই হ’ল আমাদের ভৌগোলিক পরিচয়৷ তাই ‘ৰাৰা’-এর উদ্দেশ্য হল এরূপ এক ব্রহ্মাণ্ড হ’তে অন্য ব্রহ্মাণ্ডের সম্পর্ক স্থাপন৷ এই উদ্দেশ্যে ‘ৰাৰা’ এক মহা বিশ্ব বা সংক্ষেপেuniverse তৈরী করার উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে এত দ্রুত চলে যাচ্ছেন৷
তাই তিনি স্বয়ং নিজে বলেছেন---‘‘আমি এখানে সদ্বিপ্র সমাজ ঘটনের উদ্দেশ্যে আসিনি৷ সেটা আমার আসল উদ্দেশ্যের একটি ভগ্ণাংশ মাত্র৷
আমার আসল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে ভক্তি স্রোতে প্লাবিত করা৷’’
‘I have not come here to establised sadvipra samaj. That is but fraction of my purpose my real mission is to inundate The world with devotion’’
- Log in to post comments