‘‘ব্রত ধীর’’ দধীচি স্মরণে

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

পঞ্চ -দধীচির বেদীমূলে

জানাই সশ্রদ্ধ প্রণাম৷

সহস্র হৃদয় রঞ্জিত আজি,

জানায় সবাই শ্রদ্ধা সম্মান৷

ধন্য তোমরা বীর সৈনিক,

নিমেষেই করিলে জীবন দান৷

আত্মত্যাগে বিশ্ব বিজয়,

উজ্জ্বল অবদান৷

দধীচি দিবস পালিত হচ্ছে

সারাটা বিশ্বব্যাপী,

মোক্ষ প্রাপ্তির পথ বেছে নিলে,

বাবা-ই তোমাদের সাথী৷

আনন্দনগরকে গড়িলে

তোমরা মহান তন্ত্রপীঠ৷

রাজাধিরাজ যোগ

অভ্যাসের আদর্শ স্থান,

নিলে সংকল্প সঠিক৷

পূন্যভূমি আনন্দনগর

বিশ্বের আলোক বর্তিকা৷

আনন্দমূর্ত্তিজীর স্পর্শে রঞ্জিত,

নাহি কোন সংশয় শঙ্কা৷

এস ভাই বোন সবাই আপন,

ব্রত নিয়ে এগিয়ে চলি,

বিধাতার স্বপ্ণ হোক পূর্ণ আজি,

ক্ষুদ্র মোহ জাল দাও ফেলি৷

একই সাথে শ্রদ্ধা জানাই

সকল মহান দধীচিদের,

ধর্ম রক্ষার্থে জীবন

দিয়েছেন যাঁরা

যঝিতে অধর্মের৷

তোমাদের ত্যাগ বিফল

নহে কভু, বিজয় ধর্মের৷

অগ্রপথিক তারকা তোমরা,

গর্ব আনন্দমার্গের