লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
পূর্বপ্রকাশিতের পর ,
পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ গমজাত খাদ্যদ্রব্য গ্রহণে অভ্যস্ত৷ গম উৎপাদনে চীন পৃথিবীতে বর্তমানে প্রথম স্থান অধিকারী৷ (আর পৃথিবীর মোট গম উৎপাদনের শতকরা এ ভাগ গম উৎপাদন করে ভারত আছে দ্বিতীয় স্থানে৷)
পৃথিবীতে চা উৎপাদনে ও রপ্তানিতে ভারত শীর্ষস্থান অধিকারী করে আছে৷ পৃথিবীর মোট চা উৎপাদনের ২৯ শতাংশ উৎপাদন হয় ভারতে৷
ইক্ষু উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ভারতের স্থান দ্বিতীয়৷ পৃথিবীতে ভারতেই সর্বাপেক্ষা অধিক পরিমাণ জমিতে ইক্ষু চাষ হয়ে থাকে৷ বিভিন্ন প্রকার বাণিজ্যিক শস্য অর্থাৎ তন্তু-ফসলের মধ্যে তূলা বা কার্র্পস সর্বাপেক্ষা উল্লেখযোগ্য৷ সেই তূলা উৎপাদনে ভারত তৃতীয় স্থানের অধিকারী৷
পাট উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারত অধিকার করে আছে প্রথম স্থান৷ (ক্রমশঃ)
- Log in to post comments