চরণ ধূলায়

লেখক
সাধনা সরকার

কতো দিন দেখিনি তোমায়

আর একবার কি আসতে পারনা

না হয় আর একবার এলেই

 

তোমার জন্য জীবনকে ভালবাসি

অনন্ত মহিমায় ভিজে ওঠে চোখ

মন বলে তুমি আছো

তাই আমি আছি

 

আছি মহাবিশ্বে

তোমার চরণ ধূলোর তলায়

রাখো আমায় রাখো৷

 

দধীচি দিবস

প্রণবকান্তি দাশগুপ্ত

দধীচি দধীচি দধীচি দধীচি

দধীচি---পঞ্চবীর,

মার্চের আজ পঞ্চম দিনে

শ্রদ্ধায় নত শির৷

মানব-সেবার মহানযজ্ঞে

তোমরা হয়েছো সমিধ,

ধর্মসংস্থাপনার্থে

রক্ত-সিক্ত শহীদ৷

নরাধম যত দানবের দল

নৃশংস নির্মম,

কেড়ে নিয়েছিল কল্যাণকাজে

সকল উদ্যম৷

তোমাদের সেই প্রাণের প্রদীপ

আজও অনির্বাণ

সেই আনন্দনগর যে আজ

মোদের তীর্থস্থান৷

প্রপঞ্চময় জগতে তোমরা

পঞ্চপ্রদীপ সম,

গুরুর চরণে জীবনাঞ্জলি---

তোমাদের নমো নমো৷